ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজশাহীর উন্নয়নে ১০ দফা বাস্তবায়ন দাবি

প্রকাশিত: ০৪:১৬, ২১ মার্চ ২০১৬

রাজশাহীর উন্নয়নে ১০ দফা বাস্তবায়ন দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামী জাতীয় বাজেটে রাজশাহী অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প অন্তর্ভুক্তসহ ১০ দফা দাবি জানিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা পরিষদ। রবিবার নগরীর গণকপাড়া মোড়ে অনুষ্ঠিত জনসভায় এসব দাবি তুলে ধরা হয়। রাজশাহীর মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। এতে বক্তব্য রাখেন- রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, আইনজীবী সমিতির সভাপতি নাজমুস সাদাত, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মণি, রাবির শিক্ষক ড. সুজিত সরকার, প্রকৌশলী কবীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহজাহান, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনর রশিদ, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ। ১০ দফা দাবিগুলোর মধ্যে অন্যতম হলোÑ রাজশাহীতে বন্ধ গ্যাস সংযোগ পুনর্¯’াপন, আব্দুলপুর-রাজশাহী-রহনপুর পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন স্থাপন, রাজশাহী থেকে সরাসরি চট্টগ্রাম পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারণ, জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করা, বন্ধ রেশম কারখানাসহ অন্যান্য কারখানা চালু, নদী ভাঙ্গন রোধ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং গঙ্গা ব্যারাজ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প অবিলম্বে বাস্তবায়ন।
×