ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আরাকান আর্মির শীর্ষনেতা আটক

প্রকাশিত: ০৪:১৬, ২১ মার্চ ২০১৬

আরাকান আর্মির শীর্ষনেতা আটক

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২০ মার্চ ॥ রাঙ্গামাটি শহরের ব্যস্ততম এলাকা বনরূপা বাজার থেকে মং তাং থান নামে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মির এক শীষনেতাকে পুলিশ আটক করেছে। শনিবার রাতে ওই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘুরাফেরা করার সময় গোয়েন্দা বাহিনীর নজরে পড়ে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ বনরূপা থেকে আরাকান আর্মির ওই নেতাকে আটক করে। পুলিশ তার বিরুদ্ধে বিদেশী অনুপ্রবেশ আইনে একটি মামলা করেছে। শিবির ক্যাডারের হামলার শিকার আইনজীবী স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কুতুবদিয়ায় জামায়াত-শিবির ক্যাডাররা হামলা চালিয়ে এক শিক্ষানবিস আইনজীবীর বুকের হাড় ভেঙ্গে দিয়েছে। পথচারীরা আহত আবু ওমরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে স্থানীয় নজরুল ইসলাম, ছরওয়ারুল ইসলাম ও মিন্টুকে আসামি করে কুতুবদিয়া থানায় এজাহার দায়ের করেছে আহত আবু ওমর। জানা গেছে, কুতুবদিয়ার আনু বাপেরবাড়ির দক্ষিণ পাশে দুই জামায়াত কর্মীর নেতৃত্বে ৫-৬ শিবির ক্যাডার এ হামলা চালায়। আহত আইনজীবী জানান, বক মার্কার সমর্থনে নজরুলের স্ত্রী আশরফা খানমের পক্ষে কাজ না করার অজুহাত তুলে পরিকল্পিতভাবে আসামিরা রবিবার সকালে আমার ওপর এ হামলা চালিয়েছে। সূত্রে জানা গেছে, মহিলা মেম্বার প্রার্থী শরমিন আক্তার উর্মির সমর্থক কক্সবাজার আদালতে শিক্ষানবিস আইনজীবী আবু ওমর হাশেমী মোরালিয়া বাজার থেকে রিক্সায় করে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে শিবির ক্যাডাররা। কিছু বুঝে ওঠার আগে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। পাথরঘাটায় অনুকূল চন্দ্রের জন্মোৎসব সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২০ মার্চ ॥ প্রতিবছরের ন্যায় পাথরঘাটায় এ বছরও দুই দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৮তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে স্থানীয় সার্বজনীন কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে। রবিবার সকাল ৬টা ৫ মিনিটে প্রাতঃকালীন বিনতি প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বেলা ১১টায় ঠাকুরের ছবি সংবলিত ব্যানার ও ব্যান্ডপার্টি নিয়ে শিষ্য ও ভক্তানুরাগীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। দুপুরে আগত ভক্তদের মাঝে আনন্দবাজারের প্রসাদ বিতরণ করেন উৎসব কমিটির আয়োজকবৃন্দ। বিকেল ৩টায় জাতি গঠনে মায়েদের ভূমিকার ওপর ভিত্তি করে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়।
×