ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মানিকগঞ্জে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৫, ২১ মার্চ ২০১৬

মানিকগঞ্জে ডাক্তারের  অবহেলায় রোগী  মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২০ মার্চ ॥ ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুতে দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন উপজেলার মুক্তিযোদ্ধারা। রবিবার দুপুরে দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ডেপুটি কমান্ডার নূরুল ইসলাম, চরকাটারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ। এ সময় বক্তরা কর্তব্যে অবহেলার অভিযোগ এনে অবিলম্বে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মীর আরিফুর রহমানের শাস্তির দাবি জানান। বিক্ষোভ শেষে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। প্রসঙ্গত, গত ১০ মার্চ রাতে দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল কাদেরের স্ত্রী আনোয়ারা কাদের অসুস্থ হয়ে পড়েন। এ সময় রোগীর স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামের শরণাপন্ন হন। ওই ডাক্তারের পক্ষ থেকে কোন সহযোগিতা না পাওয়ায় রাতেই গুরুতর অবস্থায় আনোয়ারাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়।
×