ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জ পৌর মেয়র সাসপেন্ড

প্রকাশিত: ০৪:১৪, ২১ মার্চ ২০১৬

হবিগঞ্জ পৌর মেয়র সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২০ মার্চ ॥ আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী মরহুম শামস্ কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আটক বিচারাধীন আসামি হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে তার পদ থেকে ফের সাসপেন্ড করা হয়েছে। রবিবার হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (পৌরসভা বিভাগ) সহকারী সচিব একেএম আনিসুজ্জামান স্বাক্ষরিত প্রেরিত পত্রে ওই আদেশ জানিয়ে বলা হয়, পৌর মেয়র জিকে গউছ ওই মামলা বিচারাধীন থাকায় তার ক্ষমতার ব্যবহার বেআইনী। ফলে তাকে স্বপদ থেকে সাসপেন্ড করা হলো। একই সঙ্গে প্যানেল মেয়র দিলীপ দাশকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে পৌরসভার দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হল। এদিকে সন্ধ্যায় এই খবর হবিগঞ্জের সর্বত্র ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা হতাশ হয়ে পড়েন। পৌরসভা নির্বাচনে সিলেট কারাগারে আটক অবস্থায় গউছ মেয়র পদে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন। কিন্তু তিনি কতদিন এই পদে টিকে থাকছেন এ নিয়ে ছিল সাধারণ মানুষের সংশয়। এই আশঙ্কাই সত্যি হলো। বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
×