ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মানিকগঞ্জে ২৪ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

প্রকাশিত: ০৪:১৪, ২১ মার্চ ২০১৬

মানিকগঞ্জে ২৪ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২০ মার্চ ॥ হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর হওয়ার অভিযোগে ২৪ জন দলীয় নেতাকে (চেয়ারম্যান প্রার্থী) বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের তথ্য জানা গেছে। জানা গেছে. আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার হরিরামপুর উপজেলার ১২টি ইউনিয়নে ও দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২০টি ইউনিয়নের নির্বাচন। বহিষ্কৃতরা হলেন হরিরামপুরের বাল্লা ইউনিয়নের শফিকুল ইসলাম হাজারী শামীম ও স্বপন কুমার ঘোষ। গোপীনাথপুর ইউনিয়নের মাহমুদুল হাসান মোল্লা ও শওকত আলী মোল্লা জাহাঙ্গীর। গালা ইউনিয়নের জেপি এম সালাহউদ্দিন বুলবুল, আব্দুল মান্নান ও হামিদুর রহমান শিকদার লেবু। চালা ইউনিয়নে মোঃ সেলিম মোল্লা। রামকৃষ্ণ ইউনিয়নে বজলুর রহমান। বয়ড়া ইউনিয়নে পবিত্র কুমার শাখারী। হারুকান্দি ইউনিয়নে আসাদুজ্জামান চুন্নু। সুতালড়ি ইউনিয়নের সেকেন্দার আলী বিশ্বাস এবং আজিমনগর ইউনিয়নের মোঃ আরব আলী। একই কারণে দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ শফিকুল ইসলামসহ তার অনুগত ৭ জনকে বহিষ্কার করা হয়। ধামশ্বর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রধান ও হারুন কুদ্দুস। কলিয়া ইউনিয়নে জাকির হোসেন, আবুল হোসেন ও আব্দুল বাতেন। বাচামারা ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ। চরকাটারী ইউনিয়নের আব্দুল বারেক ও আইয়ুব আলী। জিয়নপুর ইউনিয়নের ইশারত আলী ও বাঘুটিয়া ইউনিয়নের দলীয় বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
×