ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্লোবাল শিপার্স এ্যালায়েন্স সভায় যোগ দিচ্ছেন শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান

প্রকাশিত: ০৩:৫৯, ২১ মার্চ ২০১৬

গ্লোবাল শিপার্স এ্যালায়েন্স সভায় যোগ দিচ্ছেন শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোপিয়ান শিপার্স কাউন্সিল এবং ফ্রেন্স এ্যাসোসিয়েশন ডিস ইউটিলাইজারস ডি ফ্রেটের (এইউটিএফ) উদ্যোগে ২২ থেকে ২৪ মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত গ্লোবাল শিপার্স এ্যালায়েন্স মিটিং। এ মিটিংয়ে যোগদানের উদ্দেশে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান রেজাউল করিম আজ সোমবার ঢাকা ত্যাগ করছেন। সভায় সারচার্জ, কন্টেনার ওয়েইং, কী পারফরমেন্স ইন্ডিকেটর, সিঙ্গল উইন্ডো ডেভেলপমেন্টস, পারস্পারিক স্বীকৃত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ও ই-ফ্রেইটসহ ২০১৬ সালের জন্য মেরিটাইম, এয়ার ফ্রেইট এবং ট্রেড ফ্যাসিলিটেশনের পজিশন পেপার ও এ্যাকশন প্ল্যানের ওপর আলোচনা করা হবে। বাংলাদেশ ছাড়াও হংকং, ম্যাকাও, থাইল্যান্ড, কোরিয়া, চায়না, সেনজেন ইউরোপীয় শিপার্স কাউন্সিলের প্রতিনিধিরা এ সভায় যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে। শিপার্স কাউন্সিলের পরিচালক আরজু রহমান ভূঁইয়া চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন। তাঁরা ফ্রাংকফুর্ট, কোপেনহেগেন, স্টকহোম এবং মিলান সফর শেষে ৫ এপ্রিল দেশে ফিরবেন।
×