ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইউসুফের জামিন আবেদন নামঞ্জুর

প্রকাশিত: ০১:৪০, ২০ মার্চ ২০১৬

ইউসুফের জামিন আবেদন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক মন্তব্য শেয়ার করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ইউসুফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। রবিবার হাইকোর্টের বিচারপতি মোঃ রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইউসুফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, সহকারী এ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ৬ নভেম্বর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মোঃ ইউসুফ কে কম্পিউটারে প্রিন্ট করা প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও লেখা সম্বলিত ফেসবুকে পোস্টের ৩৬ কপি ও মোবাইলসহ আটক করা হয়।এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন মো. ইউসুফ। ২০১৫ সালের ১৭ নভেম্বর ‘ইউসুফ আলীকে কেন জামিন দেয়া হবে না’ এই মর্মে রুল জারি করেন আদালত। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ ইউসুফের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন আদালত।
×