ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদী পৌর এলাকার প্রধান সমস্যা যানজট

প্রকাশিত: ০১:৩৯, ২০ মার্চ ২০১৬

ঈশ্বরদী পৌর এলাকার প্রধান সমস্যা যানজট

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী পৌরসভা আজ হাজারো সমস্যায় ঘুরপাক খাচ্ছে । ’৭৪ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার আয়তন ক্রমান্বয়ে বেড়ে চলেছে । সাথে সাথে লোকসংখ্যাবেড়ে প্রায় দেড় লাখ ছুঁই ছুঁই । একই সাথে সমহারে বেড়েছে নানা প্রকার যানবাহন । এতে ঈশ^রদী পৌর এলাকা এখন যানজটের শহরে পরিনত হয়েছে । যা প্রধান সমস্যা হিসেবে চি‎িহ্নত হয়েছে পৌরবাসীর কাছে । অতিরিক্ত রিক্সা, টেম্পু, সিএনজি-অটোরিক্সা, বাস-ট্রাক, বটভটি ও ভ্যান রিক্সার কারণে শহরে যানজট লেগেই থাকে । তার ওপর দিনের বেলায় শহরে ট্রাক চলাচল এবং সড়কে ট্রাক থামিয়ে রড, সিমেন্টসহ বিভিন্ন প্রকার মালামাল লোডিং-আনলোডিং করার পাশাপাশি সড়কের ওপর নির্মান সামগ্রী ফেলে রাখায় সবসময় যানজট লেগেই থাকে । ট্রাফিক পুলিশের স্বল্পতা, ব্যবসায়ীদের খামখেয়ালীপনা, অদক্ষ চালকও যানজটের জন্য অনেকটা দায়ী । পৌর কর্তৃপক্ষের জোড়ালো নজর না থাকাকে দায়ী করছেন ভুক্তভোগীরা । শহরের বাজার রোড, লোকো লোক, কলেজ রোড, পাবনা রোড ও বিমান বন্দর রোডসহ বিভিন্ন রোড এবং ছয় রাস্তার মোড় জিরো পয়েন্ট রেলগেট এলাকাসহ বেশ কয়েকটি সড়কে সবসময়ই যানজট লেগেই থাকে । অতিরিক্ত ও লাইসেন্সবিহীন রিক্সা-টেম্পু, সিএনজি অটো রিক্সার এবং রোডপারমিটবিহীন পাওয়ারট্রলির কারণ হলেও দিনের বেলায় শহরের বাজার রোডে ট্রাক থামিয়ে মালামল ওঠানো-নামানো হয় । এতে যানজটের পাশাপশি পথচারিদের চলাচলে মারাতœকঝুঁকি সমস্যার সম্মুখীন হতে হয় । এসব সমস্যা দূরীকরণে পৌরকর্তৃপক্ষের কোন মাথাব্যথা আছে বলে পৌরবাসী মনে করছেন না ।
×