ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফখরুলসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ জুন

প্রকাশিত: ০০:৫৯, ২০ মার্চ ২০১৬

ফখরুলসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ জুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর একটি মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৯ জুন দিন ধার্য করেছেন আদালত। রবিবার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ তারিখ ধার্য করেন। ফখরুলের আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জানান, মামলাটিতে রবিবার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৯ জুন ধার্য করেছেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির হরতাল চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমীন মামলাটি দায়ের করেন।
×