ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য ভারত সরকারের বৃত্তি প্রদান

প্রকাশিত: ০০:৫৮, ২০ মার্চ ২০১৬

মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য ভারত সরকারের বৃত্তি প্রদান

কূটনৈতিক রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য ভারত সরকার থেকে চলতি বছর ৮০০ শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হচ্ছে। রবিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজ্জাম্মেল হক ঢাকা অঞ্চলের মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের মধ্যে চেক হস্তান্তর করেছেন। ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় জাদুঘরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টুসহ বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
×