ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নরসিংদীতে মেম্বার প্রার্থীর উঠোন বৈঠকে প্রতিপক্ষের হামলা

প্রকাশিত: ০০:২৫, ২০ মার্চ ২০১৬

নরসিংদীতে মেম্বার প্রার্থীর উঠোন বৈঠকে প্রতিপক্ষের হামলা

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ নির্বাচন নিয়ে সহিংসতায় এক ইউপি মেম্বার প্রার্থীর উঠোন বৈঠকে অপর মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলা, গুলি ও ককটেল বিস্ফোরন, ৩০ বাড়িঘর ভাংচুর, ব্য‍াপক লুটপাটের ঘটনা ঘটেছে । পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাসানহাটা গ্রামে আওয়ামীলীগ সমর্থিত মেম্বার প্রার্থী আবুল বাশার খান (তালা মার্কা) ও প্রতিপক্ষ একই দলের সমর্থিত জামাল উদ্দীন (ফুটবল ) সমর্থকদের মধ্যে শনিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২ পর্যন্ত এ লুটপাটের ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানায় ওই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল বাশার খানের সমর্থনে একটি বাড়িতে উঠোন বৈঠক চলা কালে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী জামাল উদ্দীনের পুত্র ডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীনের নেতৃত্বে ডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি কাইল্যা কামাল, ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সহ ৫শতাধিক লোক মেম্বার প্রার্থী আবুল বাশার খানকে উঠোন বৈঠক থেকে টেনে হেচড়ে রাস্তায় নিয়ে আাসে এবং ৩০ রাউন্ড ফাঁকা গুলি ও অসংখ্য ককটেল বিস্ফোরন ঘটায়। এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়লে পাড়ামহল্লার লোকজন দৌড়ে গ্রাম ছেড়ে দেয়। এ সুযোগে হামলাকারীরা মেম্বার প্রার্থী আবুল বাশার খান , মহসিন মিয়ার বাড়ি জাহিদ মিয়ার বাড়ি, হেলাল উদ্দীনের বাড়ি, নয়ন মুনসির বাড়ি, মাছুম মিয়ার বাড়ি, শাহিন মিয়ার বাড়ি সহ ৩০ বাড়িতে হামলা চালিয়ে দু’টি মোটর সাইকেল, ১০ টি ফ্রিজ সহ বাড়ির আসবাব পত্র ভাংচুর ও একটি গরু সহ ব্যপক লুটপাট করে । হামলাকারীরা অনেকের বাড়িঘরে কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে ।
×