ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে নৌকা মার্কার সমর্থকের ১০টি ঘর ভাংচুর

প্রকাশিত: ২৩:৪১, ২০ মার্চ ২০১৬

বাউফলে নৌকা মার্কার সমর্থকের ১০টি ঘর ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, বাউফল॥ বাউফলে নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে রবিবার দুপুরে বিদ্রোহী ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী শাহজাদা হাওলাদারের কর্মী কসাই ফারুক ও জলিলের নের্তৃত্বে ৪০-৫০ জন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে নৌকা মার্কার সমর্থক আজিজ চৌকিদার বাড়ির ৬টি এবং সুলতান মৃধা, মেছের মৃধা ও আজিজ মৃধা বাড়ির ৪টিসহ মোট ১০টি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় পিন্ট ুচৌকিদার (১৯) জহিরুল চৌকিদার (৩৪) আরিফ চৌকিদার (২০) সাদ্দাম চৌকিদার (২৫) রেজাউল চৌকিদার (২৮) জলিল চৌকিদার (৩৫) দেলোয়ার চৌকিদার (৪৯) মিলন চৌকিদার,(৫৬) মনু মৃধা(৫৬) ,আজিজ মৃধা,(৬০) মেছের আলী মৃধা (৫৬) আমিনুল(২৭) হানিফ চৌকিদার (৫৯) আসমা (৫৬) রেহেনা বেগম (৪৫) সহ ২৫ জন আহত হয়েছে । এদের মধ্যে পিন্টু চৌকিদারের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের স্থানীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
×