ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রায়পুরে জাটকা বিক্রিকালে আটক-১

প্রকাশিত: ২২:৪৫, ২০ মার্চ ২০১৬

রায়পুরে জাটকা বিক্রিকালে আটক-১

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ বিক্রির দায়ে আব্দুল কাদের (২২) নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। কাদের শহরের সরর্দার বাড়ীর মৃত বজলুর রহমানের ছেলে। রবিবার দুপুরে পৌর শহরের মাছ বাজার এলাকায় পুলিশ ও মৎস্য কর্মকর্তা যৌথ অভিযানে ২০ কেজি জাটকা ইলিশসহ তাকে আটক করা হয়। বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে। এসময় জব্দকৃত জাটকা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। প্রসঙ্গত- ১ মার্চ থেকে ৩০ এপ্রিল (দুই মাস) চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রায়পুর পর্যন্ত ১শ’ কিলোমিটার মেঘনা নদী এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ শিকার, মজুত ও বিক্রি নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য করলে কারাদন্ড, জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
×