ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাবনায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশিত: ২২:৩৩, ২০ মার্চ ২০১৬

পাবনায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন বিশাল এলাকা জুড়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহাউৎসব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে নাজিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ শত শত বিঘা আবাদী জমি। সম্প্রতি এই অবৈধভাবে বালি উত্তোলনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় থানায় পৃথক পৃথকভাবে উভয় গ্র“পের মামলা দায়েরের পর বেশ কিছুদিন বালু উত্তোলন বন্ধ থাকলেও গত এক সপ্তাহ থেকে আবারও বালু উত্তোলন করা হচ্ছে।
×