ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অনলাইনে হজের প্রাক-নিবন্ধন ৩০ মে পর্যন্ত

প্রকাশিত: ২২:০৫, ২০ মার্চ ২০১৬

অনলাইনে হজের প্রাক-নিবন্ধন ৩০ মে পর্যন্ত

অনলাইন রিপোর্টার ॥ ২০১৬ সালের হজ যাত্রীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সচিবলায়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। মন্ত্রী মতিউর রহমান বলেন, অনলাইনে হজ যাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম আগামী ২৩ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে। ধর্মমন্ত্রী বলেন, ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের কোটা পূরণ হলেই নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এবার হজের প্রাক-নিবন্ধন ফি ধরা হয়েছে ৩০ হাজার টাকা। নিবন্ধনের পর যদি কেউ হজে যেতে না চান, তাকে ২৮ হাজার টাকা ফেরত দেওয়া হবে। তিনি বলেন, হজ চুক্তি অনুসারে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার হজযাত্রী হজে যাবে। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। এর বাইরে আরও ৫ হাজার অতিরিক্ত হজযাত্রীকে হজে নেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে। এটির অনুমতি পেলে সরকারি ব্যবস্থাপনায় তারা যেতে পারবেন।
×