ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

২৭ মার্চ ফের হাজিরা দুই মন্ত্রীর

প্রকাশিত: ১৮:৫২, ২০ মার্চ ২০১৬

২৭ মার্চ ফের হাজিরা দুই মন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার সকালে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আগামী ২৭ মার্চ আবারও রুলের শুনানিতে হাজির হতে বলা হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেয়।মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার আপিল রায় নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম যে ব্যাখ্যা দিয়েছেন, তা যথাযথ না হওয়ায় তাকে নতুন করে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী খাদ্যমন্ত্রী কামরুল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল রোববার সকালে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে রুলের জবাব দাখিল করেন। অবশ্য তারা আগেই আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা জানিয়ে রেখেছেন। সকাল সোয়া ৯টায় শুনানি শুরুর পর দুই মন্ত্রীকে মিনিট পাঁচেক এজলাসে দাঁড়িয়ে থাকতে হয়। পরে আইনজীবীর মাধ্যমে আবেদন জানিয়ে তারা বসার অনুমতি পান। দুই মন্ত্রীর পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক ও অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার শুনানিতে অংশ নেন। দুই মন্ত্রীর দেওয়া যে বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে তা বিচার প্রশাসনের ওপর হস্তক্ষেপ এবং সুপ্রিম কোর্টের সম্মান ও মর্যাদাকে হেয় করার শামিল বিবেচনা করে কারণ দর্শাও নোটিস দেওয়া হয় তাদের।
×