ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরবনের শ্যালা নদীতে এবার কয়লাবাহী জাহাজডুবি

প্রকাশিত: ০৮:২১, ২০ মার্চ ২০১৬

সুন্দরবনের শ্যালা নদীতে এবার কয়লাবাহী জাহাজডুবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ এবার সুন্দরবনের শ্যালা নদীতে কয়লাবাহী একটি কার্গো জাহাজ ডুবেছে। শনিবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর হরিণটানা এলাকায় ‘সি হর্স-১’ নামে কোস্টারটি তলা ফেটে ডুবে যায়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যালা নদীর ওই এলাকায় একটি ডুবন্ত জলযানের মাস্তুলের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে সি হর্স-১ কার্গোটি ডুবে যায়। তবে কার্গো জাহাজটিতে কয় নাবিক ও ক্রু ছিলেন তা তিনি তাৎক্ষণিক নিশ্চিত করে বলতে পারেননি। এদিকে জাহাজের ১২ নাবিক ও ক্রু সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন বলে কার্গোর মাস্টার মোঃ সিরাজুল ইসলাম মোল্লা জানিয়েছেন। ডুবে যাওয়া কার্গো জাহাজটি এক হাজার ২৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদী দিয়ে যশোরের নওয়াপাড়ার দিকে যাচ্ছিল বলে জানা গেছে। প্রসঙ্গত ২০১৪ সালের ৯ ডিসেম্বর শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ও ২০১৫ সালের ২৭ অক্টোবর কয়লাবাহী একটি কার্গো জাহাজডুবি হয়।
×