ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৪, ২০ মার্চ ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১.যোগ্য উত্তরাধিকারীর অভাব গুপ্ত সাম্রাজ্যেকে বিভিন্ন অংশে বিভক্ত করে। এখানে যে বিষয়টি ফুটে উঠেছে- র. গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার ফলে স্বাধীন রাজ্যের সৃষ্টি হয় রর. সামন্ত রাজারা সংঘর্ষে জড়িয়ে পড়ে ররর. কোনো শক্তিশালী শাসক ছিল না নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ২.নিগ্রহী জৈনরা সংখ্যাখরিষ্ঠ ছিল- র. সমতটে রর. বগুড়ায় ররর. পুণ্ড্রবর্ধনে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩.হেরোডটাস কোন ক্ষেত্রে প্রথম ‘ইতিহাস’ শব্দটির ব্যবহার করেন? ক) সাহিত্যর নামকরণে খ) উপন্যাসের নামকরণে গ) গবেষণাকর্মের নামকরণে ঘ) কবিতার নামকরণে ৪.প্রতœতাত্ত্বিক নিদর্শন কোন ধরনের উপাদান? ক) লিখিত খ) অলিখিত গ) কথিত ঘ) চিত্রিত ৫.রিপন বললো, বাংলায় বৌদ্ধ ধর্মের পতন শুরু হওয়ার যথার্থ কারণ হলো- র. সেন যুগের আগমন রর. বিভিন্ন দেব-দেবীর পূজা শুরু ররর. বহু হিন্দু মন্দির নির্মাণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৬.পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কখন? ক) ১৭৫৭ সালের ২১ জুন খ) ১৭৫৭ সালের ২২ জুন গ) ১৭৫৭ সালের ২৩ জুন ঘ) ১৭৫৭ সালের ২৪ জুন ৭.‘গ’ এর শাসনামলে তার অনুপস্থিতেতে ‘ঘ’ শাসন পরিচালনা করতেন। ‘ঘ’ পাল যুগের কোনটিকে সমর্থন করছে? ক) মহাসন্ধিবিগ্রহিক খ) দূতক গ) রাজস্থানীয় ঘ) সেনাপ্রধান ৮.ব্রাহ্মণদের মাঝে যারা চিকিৎসা বিদ্যার নিয়োজিত হতো তাদেরকে কী বলা হতো? ক) বৈদ্য খ) গোয়ালা গ) কামার ঘ) তাম্বুলী ৯.প্রাচীন বাংলার উৎসবসমূহ মূলত গড়ে উঠে যে বিষয়ের উপর ভিত্তি করে- ক) দিন খ) মাস গ) ধর্ম ঘ) তিথি ১০.মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের কতিপয় নারী কীভাবে নিজেদের স্বাধীন সত্তাকে বিকশিত করেছিল? ক) স্বামীর সেবা করে খ) স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ করে গ) স্বামীকে ত্যাগ করে ঘ) নিজ যোগ্যতা ও প্রতিভা বলে ১১.কেন ইতিহাসের ক্ষেত্র, চিন্তাচেতনা, দৃষ্টিভঙ্গি ও লিখন পদ্ধতির পরিবর্তন এসেছে? ক) ইতিহাসের প্রবহমান ধারায় কারণে খ) সামাজিক পরিবর্তনের ফলে গ) গবেষকদের কারণে ঘ) শাসকবর্গের প্রচেষ্টায় ১২.পাণ্ডুয়ার প্রধান কাজীর নাম কী ছিল? ক) কাজী মজিফউদ্দিন খ) কাজী সিরাজউদ্দিন গ) কাজী মহমিসনুদ্দিন ঘ) কাজী সাফিউদ্দিন ১৩.প্রাচীন কোটিবর্ষ নগরীর ধ্বংসস্তূপের পোড়ামাটির ফলকগুলো হলো- র. মৌর্য যুগের রর. শূঙ্গ যুগের ররর. গুপ্ত যুগের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৪.উত্তরবঙ্গ ছাড়াও বিভিন্ন মৌর্য শাসন প্রতিষ্ঠিত ছিল। কোনটিকে সমর্থন করেছে- র. কর্ণসুবর্ণ রর. তাম্রলিপ্ত ররর. সমতট নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫.নাসির উদ্দিন মাহমুদের কাছে ইওয়াজ খলজির পরাজয়ের কারণ কী ছিল? ক) স্বল্প সংখ্যক সৈন্যবাহিনী খ) মাহমুদের সমরনিপুণতা গ) ইওয়াজ খলজির অদূরদর্শিতা ঘ) সেনাপতির হঠকারিতা সঠিক উত্তর: ১. (ক) ২. (খ) ৩. (গ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (গ) ৮. (ক) ৯. (গ) ১০. (ঘ) ১১. (ক) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ক)
×