ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলা ১ম পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৪, ২০ মার্চ ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. অ্যান্টনিও-এর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল ছিলেন প্রকৃতপক্ষে- ক) পোর্শিয়া খ) লরেঞ্জো গ) ম্যালারিও ঘ) নেরিসা ২. রোস্তম চরিত্রে নিম্নলিখিত চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে? র. বীরত্ব ও কৌশলী রর. মনোবল ও প্রতিহিংসাপরায়ণ ররর. দেশপ্রেমিক ও ধৈর্যশীল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৩. ‘নদীর স্বপ্ন’ কবিতায় ব্যবহৃত নদীর নামগুলো হচ্ছে- র. পদ্মা রর. মেঘনা ররর. শোন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা? ক) ব্যথার দান খ) শেষের কবিতা গ) চাঁদের পাহাড় ঘ) পথের দাবি ৫. দেশ কবিতায় কালো কালো কিসে জল ছিটায়? ক) পাখায় খ) চঞ্চুতে গ) ডানায় ঘ) এলোকেশে ৬. শিল্পকলার অন্তর্ভুক্ত হলো- র. চিত্রকলা রর. ভাস্কর্য ররর. নাচ-গান নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৭. ‘সুখী মানুষ’ নাটিকায় সুখী মানুষটির বয়স কত? ক) পঞ্চাশ খ) ষাট গ) চল্লিশ ঘ) ত্রিশ ৮. সেদিনের ফেব্রুয়ারিতে পথে পথে কোন ফুল ফুটেছিল? ক) রক্তজবা খ) রজনীগন্ধা গ) অলকনন্দা ঘ) কামিনী ৯. কালের বিবর্তনে ভাষার পরিবর্তন ঘটে- র. শব্দের রর. ধ্বনির ররর. অর্থের নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১০. লালনের গানের অসামান্য বৈশিষ্ট্য হলো- র. সাম্প্রদায়িক জীবনতৃষ্ণা রর. আধ্যাত্ম মনোভঙ্গী ররর. মরমী রস ব্যঞ্জনা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ১১. ছেলেদের কাছে কালবৈশাখীর ঝড় মানে কী? ক) পাতা কুড়ানো খ) আম কুড়ানো গ) জাম কুড়ানো ঘ) কুল কুড়ানো ১২. দেহকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? ক) আকাশ খ) বাতাস গ) পাহাড় ঘ) সমুদ্র ১৩. কষ্টে আমরা শীত আটকাই- র. খড়কুটো জ্বালিয়ে রর. কাপড়ে কান ঢেকে ররর. দেশলাই জ্বালিয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৪. রাজা ফেরিদুর কনিষ্ঠ পুত্রের নাম কী? ক) ইরিজি খ) মনুচেহের গ) কায়কাউস ঘ) আফরাসিয়াব ১৫. জসীমউদ্দীনের কবি হৃদয় এক হয়ে মিশে আছে- র. নগবের ধনীদের সঙ্গে রর. পল্লীর মাটির সঙ্গে ররর. পল্লীর মানুষের সঙ্গে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ১৬.‘এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো?’ এই ঝড় হলো- ক) কালবোশেখীর ঝড় খ) বাড়িঘর ভাঙ্গার ঝড় গ) ফসল হানির ঝড় ঘ) আন্দোলনে বাঙালি হত্যা ১৭. এ জগতে কে বেশি চায়? ক) যার বিশেষ কিছু নেই খ) যার সামান্যই আছে গ) যার ভূরি ভূরি আছে ঘ) যার সহায়-সম্পদ নেই ১৮. পড়ে পাওয়া গল্পে ‘ইদির ভীষণ’ বলতে কাকে বোঝানো হয়েছে? ক) বিধুকে খ) বাদলকে গ) সিধুকে ঘ) গল্পকথককে ১৯. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মূলবক্তব্য হলো- র. নিজেকে গুটিয়ে না রাখা রর. সমালোচনায় কান না দেওয়া ররর. দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত নেওয়া নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ২০. ‘জাত’ সম্পর্কে সব লোকে লালনকে জিজ্ঞাসা করার কারণ- র. লালন অসাম্প্রদায়িকতার গান গাইতেন রর. লালন ধর্মান্তরিত হননি ররর. লালন ধর্মে বিশ্বাসী ছিলেন না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) ররর ঘ) রর ২১. রিপের হৃদয় দামে গেল- র. পরিচিত পরিবেশ বদলে যাওয়ায় রর. আত্মীয় ও আগন্তুকদের বিয়োগের সংবাদে ররর. নিজ গ্রামের মানুষের নিকট আগন্তুক বিবেচিত হওয়ায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২২. বাংলাদেশে কীভাবে নববর্ষ উদ্যাপিত হয়? ক) ঘোষণা দিয়ে খ) শোকের সঙ্গে গ) অনুতাপের সাথে ঘ) মহা ধুমধামের সাথে ২৩. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত? ক) সামাজিক পরিচয় খ) ধর্মীয় পরিচয় গ) মানুষ পরিচয় ঘ) পেশা পরিচয় ২৪. ‘পড়ে পাওয়া’ গল্পে কে হোঁচট খেয়ে পড়ে গেল? ক) লেখক খ) সিধু গ) বিধু ঘ) বাদল ২৫. মোড়ল হাসুর কী জবাই করে খেয়েছে? ক) ছাগল খ) মুরগি গ) বলদ ঘ) মহিষ ২৬. ‘হরতাল’ কী ধরনের রচনা? ক) উপন্যাস খ) প্রবন্ধ গ) ছোটগল্প ঘ) কাব্যগ্রন্থ ২৭. ‘প্রার্থী’ কবিতায় কবি কোন শব্দে সূর্যকে সম্বোধন করেছেন? ক) হে মার্ত- খ) হে উত্তাপদাতা গ) হে অগ্নিপি- ঘ) হে সূর্য ২৮. ভয়-বিহ্বলতার নেতিবাচক দিক হলো- র. প্রাণ ভয়ে ম্রিয়মাণ করে রাখে রর. জীবনীশক্তি নাশ করে দেয় ররর. নিজেকে আড়ালে থাকতে দেয় না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৯. সুফিয়া কামাল কীভাবে লেখাপড়া শিখেছিলেন? ক) ভািইয়ের সহযোগিতায় খ) নিজের চেষ্টায় গ) বাবার তত্ত্বাবধানে ঘ) স্বামীর পৃষ্ঠপোষকতায় ৩০. ‘উদ্ভূত’ শব্দের অর্থ কী? ক) অদ্ভুত খ) অভূতপূর্ব গ) উৎপন্ন ঘ) উদ্ধত ৩১. রবিনসন মুর ছেলের সাথে যা করল- র. ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিল রর. গুলি করে মারার হুমকি দিল ররর. পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩২. মধ্যবিত্তগৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে কার সংখ্যা ঢের বেশি? ক) মেয়েদের খ) পুরুষদের গ) চিকিৎসকের ঘ) চাকরদের ৩৩. কোনটি সর্ব দৈবশক্তির লীলানিকেতন? ক) হিমালয় খ) মহালয় গ) সেবালয় ঘ) দেবালয় ৩৪. ইরানের জাতীয় ইতিহাসে কার নাম এখনও অমর অক্ষয় হয়ে, আছে- ক) সোহরাব খ) রোস্তম গ) শাম ঘ) জাল ৩৫. মায়ানমার পূর্বে কী নামে পরিচিত ছিল? ক) বার্মা খ) আরাকান গ) রেঙ্গুন ঘ) পাইক্যা সঠিক উত্তর ১. (ক) ২. (গ) ৩. (ঘ) ৪. (ঘ) ৫. (খ) ৬. (ঘ) ৭. (গ) ৮. (খ) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (খ) ১২. (ক) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (ঘ) ১৯. (গ) ২০. (ক) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (গ) ২৪. (ঘ) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (ঘ) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (খ) ৩৫. (ক)
×