ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত থেকে পার্বতীপুরে পৌঁছাল ২২০০ টন গ্যাস অয়েল

প্রকাশিত: ০৪:২০, ২০ মার্চ ২০১৬

ভারত থেকে পার্বতীপুরে পৌঁছাল ২২০০ টন গ্যাস অয়েল

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ জ্বালানি খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সম্প্রসারণের পদক্ষেপ হিসেবে সরবরাহকৃত ২২০০ মে.টন গ্যাস অয়েল শনিবার দুপুর ১২টায় পার্বতীপুরে বিপিসির রেল হেড ডিপোতে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ মাহমুদ রেজা খান। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সূত্রমতে, শুভেচ্ছা মূল্যে এই জ্বালানি তেল সরবরাহ করছে ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ভারতীয় কর্তৃপক্ষ রেলযোগে বাংলাদেশের উদ্দেশে ওই তেল পাঠিয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিনে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক গ্যাস সম্পদ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তেল বহনকারী রেল র‌্যাকের (বহর) শুভ উদ্বোধন করেন। শিলিগুড়ি থেকে বাংলাদেশে যাত্রা উপলক্ষে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তেল বহনকারী রেল বহরটিকে বিদায় জানানো হয়। এর আগে ভারত থেকে গ্যাস অয়েল প্রেরণ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশে গ্যাস অয়েল আনার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্র্ণ। এটি জ্বালানি খাতে উভয় দেশের মধ্যে একটি উজ্জ্বল পদক্ষেপ হয়ে থাকবে। ২০১৫ সালে জুনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে গৃহিত যৌথ ঘোষণায় ‘নতুন প্রজন্ম, নয়া দিশায়’ ওই জ্বালানি তেল সরবরাহের বিষয়টি উল্লেখ ছিল। এতে উল্লেখ রয়েছে নুমালিগড় রিফাইনারী লিমিটেডের (এনআরএল) শিলিগুড়ি বিপণন টার্মিনাল (পশ্চিমবঙ্গ) থেকে বিপিসির পার্বতীপুর জ্বালানি তেলের রেল হেড ডিপো পর্যন্ত ১৩০ কিলোমিটার ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন করা হবে। অনুষ্ঠানে বিপিসির চেয়ারম্যান বলেন, পাইপলাইন স্থাপনের কাজটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে পাইপলাইন স্থাপন না হওয়া পর্যন্ত ট্রেন পথে ট্রাঙ্ক লরির সাহায্যে ভারত থেকে অয়েল গ্যাস আসবে। ভারতীয় শুভেচ্ছা ডিজেল রহনপুর রেলবন্দরে ॥ চাঁপাইনবাবগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর রেলবন্দর হয়ে ২ হাজার ২শ’ টন ডিজেল তেল ভারত থেকে বাংলাদেশে পৌঁছেছে শুক্রবার সন্ধ্যায়। এই তেল শুভেচ্ছা তেল হিসেবে স্মারক মূল্যে এখানে আনা হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত পাইপলাইন তৈরি প্রক্রিয়ার অংশ হিসেবে ভারত পাঠিয়েছে। রাতের মধ্যে এই তেল দিনাজপুরের পারবর্তীপুর রেলস্টেশনে পৌঁছেছে। শনিবার জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন সিংলা উপস্থিত থেকে তেল গ্রহণ করবেন। ভারতের শিলিগুড়ি থেকে সিঙ্গাবাদ স্টেশন হয়ে ৪২টি তেলবাহী ওয়াগান রহনপুর রেলবন্দরে পৌঁছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্মকর্তা হারিশ আহম্মেদ, পদ্মা তেল কোম্পানির আরেফুল করিম, রাজশাহী কাস্টমসের রহুল আমিন, কাস্টমস সুপার সচিন কুমার ও রাজস্ব কর্মকর্তা কল্যাণ মিত্র চাকমা।
×