ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দীর্ঘমেয়াদে জেনারেশন নেক্সট ফ্যাশনসের ঋণমান ‘এ’

প্রকাশিত: ০৪:১৮, ২০ মার্চ ২০১৬

দীর্ঘমেয়াদে জেনারেশন নেক্সট ফ্যাশনসের ঋণমান ‘এ’

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘমেয়াদে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের ঋণমান ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। বস্ত্র খাতের কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত-অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে জেনারেশন নেক্সটের শেয়ারহোল্ডাররা ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ পান। সে বছর কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৬ পয়সা, বোনাস শেয়ার সমন্বয় শেষে যা ১ টাকা ৫৪ পয়সায় নেমে আসে। এদিকে ২০১৫ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৮৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭ পয়সা। বুধবারে সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সায় কোম্পানিটির শেয়ার কেনাবেচা হয়। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দুই বছরেরও বেশি সময় ধরে টানা নিম্নমুখী প্রবণতায় রয়েছে জেনারেশন নেক্সটের শেয়ার দর। ২০১৪ সালের শুরুর দিকে শেয়ারটির দর ছিল ৪০ টাকার ঘরে। ২০১২ সালে তালিকাভুক্ত জেনারেশন নেক্সটের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৩৭১ কোটি ৮৮ লাখ টাকা, রিজার্ভ ৫৭ কোটি ২৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩০ দশমিক ৮১ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ২৩ দশমিক ৮৪ ও বাকি ৪৫ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
×