ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামীকাল মধ্যরাত থেকে ইউপি নির্বাচনের প্রচারণা বন্ধ

প্রকাশিত: ০৩:২০, ১৯ মার্চ ২০১৬

আগামীকাল মধ্যরাত থেকে ইউপি নির্বাচনের প্রচারণা বন্ধ

অনলাইন রিপোর্টার ॥ আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আর সে কারণেই নির্বাচনের প্রচারণা রোববার মধ্যরাত থেকে শেষ হচ্ছে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রার্থী ও তাদের সমর্থকদের যেকোনো নির্বাচনী প্রচারণা বন্ধ করার বিধান রয়েছে। এজন্য ২০ মার্চ মধ্যরাত অর্থাৎ রাত ১২টা থেকে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে প্রার্থী ও সমর্থকদের। দেশের প্রায় সাড়ে ৪ হাজার নির্বাচন উপযোগী ইউপিগুলোতে মোট ছয় ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। প্রথম ধাপে ৭৩২টি ইউপিতে নির্বাচন হবে।
×