ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃক্ষমানব আবুল বাজনাদারের বাম হাতের অস্ত্রোপাচার সম্পন্ন

প্রকাশিত: ০০:১৯, ১৯ মার্চ ২০১৬

বৃক্ষমানব আবুল বাজনাদারের বাম হাতের অস্ত্রোপাচার সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসকের ক্ষুরধার চিকিৎসা সেবায় ক্রমেই সুস্থ হয়ে উঠছেন বাংলাদেশ প্রথম ট্রি-ম্যান (হিউম্যান পারপোরিয়াস ভাইরাসে) আক্রান্ত রোগী আবুল বাজনাদার। শনিবার তার তৃতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত তার বাম হাতের কয়েক কেজি ওজনের আঁিচল অস্ত্রোপাচার করে কেটে পরিস্কার করে ফেলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল এ অস্ত্রোপচার করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন জানান, অস্ত্রোপচারের পর আবুল সুস্থ আছেন। তিনি জানান, দীর্ঘ সোয়া ২ ঘণ্টার অস্ত্রোপচারে বাজানদারের বাম হাতের পাঁচ আঙুলেই অস্ত্রোপচার করা হয়। এর আগে গত ২০ ফেব্রুয়ারি কেটে ফেলা হয়েছিল তার ডান হাতে গজানো ‘শিকড়’র মতো আঁচিলগুলো। এরপর তার ডান হাতে বেশ কয়েকবার ড্রেসিং করা হয়। ওই হাতের অবস্থা ভাল থাকায় বাঁ হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয় বলে জানান, ডাঃ সামন্ত লাল সেন। এ সময় তিনি জানান, আবুলের অস্ত্রোপচারে ঢাকা মেডিকেলের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালামসহ তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের নয় সদস্যের সবাই উপস্থিত ছিলেন। এদিকে অস্ত্রোপচার শেষে বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ জানান, সফলভাবে অস্ত্রোপচার শেষ হয়েছে। বাজানদারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।
×