ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুইফটের প্রতিনীধিদল বাংলাদেশ ব্যাংকে

প্রকাশিত: ০০:১৪, ১৯ মার্চ ২০১৬

সুইফটের প্রতিনীধিদল বাংলাদেশ ব্যাংকে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোসইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) দুজন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকে সুইফটের পরীক্ষা-নীরিক্ষার কাজ করছেন বলে জানা গেছে। এ কর্মকর্তারা গত বৃহষ্পতিবার ঢাকায় এসেছেন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেন, সুইফটের দুজন কর্মকর্তা বৃহষ্পতিবার ঢাকায় এসেছেন। তারা সুইফটের সিস্টেম পরীক্ষা করে দেখছেন। আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে তা খোঁজার চেষ্টা করছেন। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একাউন্টে থাকা বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন টাকা চুরি করা হয়। যা বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যক করে করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। চুরি যাওয়া এ টাকা একটি অংশ শ্রীলংকায় এবং বড় একটি অংশ নিয়ে যাওয়া হয় ফিলিপাইনে। যদিও শ্রীলংকার ২০ মিলিয়ন ও ফিলিপাইন থেকে ৬৮ হাজার ডলার ফেরত পাওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ঘটনায় সিআইডি, র‌্যাবের ছায়া তদন্ত দল, অর্থমন্ত্রণায়ের একটি কমিটি, এফবিআই ও ফায়ারআই তদন্ত কার্যক্রম পরিচালনা করছে
×