ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গানে গানে দর্শনা মেমনগর বিপ্রদাস স্কুলে দর্শকদের মাতালেন নচিকেতা

প্রকাশিত: ২২:৩৪, ১৯ মার্চ ২০১৬

গানে গানে দর্শনা মেমনগর বিপ্রদাস স্কুলে দর্শকদের মাতালেন নচিকেতা

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ মঞ্চে এসে কোন কথাবার্তা নেই। নেই কোন কুশল বিনিময়। সরাসরি চলে গেলেন গানে। শুক্রবার রাতে সোজা মঞ্চে ওঠেন জীবনমুখী গানের বরপুত্র নচিকেতা। সেই জীবনের কথা বলাই জীবন গান দিয়ে শুরু করলেন পরিবেশনা। পরের গান তুমি আসবে বলেই। ফাঁকে ফাঁকে চলে মজার মজার কথামালাও। এভাবেই শুক্রবার রাতে দর্শনা মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয় চত্তর মাতিয়ে রাখেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা ও চন্দ্রিকা ভট্রাচার্য। একের পর এক জীবনমুখী গান গেয়ে শ্রোতাদের বুঁদ করে রাখেন এ শিল্পী। বাদ্যযন্ত্রে শিল্পীকে সহযোগিতা করছেন রাজশ্রী, প্রসেনজিত, জয় ও বিশ্ব। কয়েক ডজন গানের অনুরোধ আসার পর বললেন, ফিল্মের গান ঠিক মনে রাখতে পারি না। এবার আমি দায়িত্ব নিয়ে বিতর্কিত প্রেমের গান শোনাবো। অবশ্য বৌদিদের অভিব্যক্তি বদলে যেতে পারে। তারপর ধরলেন সেই গানটি সে ছিল তখন উনিশ, আমি তখন ছত্রিশ। আরো গান আই লাভ ইউ।মুহুর্মুহু করতালিতে ভরে ওঠে শতবর্ষ পূর্তি উৎসব চত্তর। নচিকেতার সাথে ভিন্ন ধারায় গাইলেন চন্দ্রিকা ভট্রাচার্য।
×