ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবশেষে লক্ষ্মীপুরের রামগতি-বিবিরহাট সড়কের সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশিত: ২২:২৪, ১৯ মার্চ ২০১৬

অবশেষে লক্ষ্মীপুরের রামগতি-বিবিরহাট সড়কের সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ অবশেষে লক্ষ্মীপুরের রামগতি- বিবিরহাট সড়কের ৮ কিলোমিটার সংস্কার কাজ শুরু হয়েছে। লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুন শনিবার খানা-খন্দে ভরা বেহাল এ সড়কটির কাজের উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে এলাকার লাখো জনগন সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলো। সড়কটির সংস্কার হলে চরম ভোগান্তি থেকে মুক্তি পাবে এ রুটে চলাচলকারী এলাকার লক্ষাধিক মানুষের। এ উপলক্ষে রামগতি উপজেলার বড়খেঁড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এদিন দুপুরে আয়োজিত আলোচনাসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন এমপি। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, রামগতি উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, বড়খেঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন , মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যান হাসান ফেরদৌস ও ঠিকাদার আজিজুল করিম বাচ্চু প্রমূখ।
×