ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের মানববন্ধন

প্রকাশিত: ২১:৩৮, ১৯ মার্চ ২০১৬

গাইবান্ধায় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ ৮ম জাতীয় বেতন স্কেল মোতাবেক সমুদয় বকেয়া বেতন প্রদানের দাবিতে বেসরকারি শিক্ষক কর্মচারীরা শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানবববন্ধনের কর্মসূচী পালন করে। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা আয়োজিত এই মানববন্ধনে জেলার বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, অধ্যক্ষ একরামুল হক খান, অধ্যক্ষ রোকনুজ্জামান, অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, মধু মিয়া, মমিতুল হক নয়ন, আবু তাহের, পলাশ মিয়া, রোকেয়া খাতুন, লাভলু মিয়া, উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, আইয়ুব আলী প্রমুখ। বক্তারা বেসরকারি শিক্ষা ব্যবস্থা অতিসত্ত্বর জাতীয়করণ, সরকারি চাকুরীজীবিদের ন্যায় এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে জুলাই ২০১৫ থেকে সমুদয় বকেয়া মার্চ মাসের বেতনের সাথে প্রদানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামীতে ধারাবাহিকভাবে ক্লাশ বর্জনসহ কঠোর কর্মসূচী পালন করার আল্টিমেটাম দেন।
×