ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভোলার আলী নগরে মেম্বার প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংর্ঘষ॥ গ্রেফতার-২

প্রকাশিত: ১৮:৪১, ১৯ মার্চ ২০১৬

ভোলার আলী নগরে মেম্বার প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংর্ঘষ॥ গ্রেফতার-২

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা সদরের আলী নগর ইউনিয়নে শুক্রবার রাতে নির্বাচনী প্রচার প্রচারনা নিয়ে মেম্বার প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলি বিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ ওই সময় ঘটনা স্থল থেকে একটি দেশীয় পাইপগানসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদের ভাতিজা স¤্রাটসহ ২ জনকে ককটেলসহ গ্রেফতার করেছে। বর্তমানে ওই এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। এসব সহিংস ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাদেয়া হয়েছে। এদর মধ্যে সাইফুল সিকদার (৩৫), ইউসুব (৩৫), বিল্লাল( ২৮), হালিমা (৩০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকা জনক অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই সাইফুল ও ইউসুবকে প্রেরন করা হয়। এদিকে সংর্ঘষের খবর পেয়ে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনা স্থলে যান। পুলিশ সুপার জানান, রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে ১টি দেশীয় পাইপগান,২ রাউন্ড গুলি উদ্ধার করে ও আলী নগর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদের ভাতিজা স¤্রাট ও কর্মী ইসরাফিলকে ককটেলসহ গ্রেফতার করে। ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
×