ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহের শৈলকুপায় দুটি ট্রাকের সংঘর্ষে ৪ ঘন্টা সড়ক চলাচল বন্ধ

প্রকাশিত: ১৮:১৯, ১৯ মার্চ ২০১৬

ঝিনাইদহের শৈলকুপায় দুটি ট্রাকের সংঘর্ষে ৪ ঘন্টা সড়ক চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ॥ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুটি ট্রাকের সংঘর্ষে রাস্তার উপর পড়ে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। আজ ভোররাতে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপা উপজেলার দুধসর ভূমিহীন পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। সেসময় ঝিনাইদহ থেকে উত্তরাঞ্চলের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ৪ ঘন্টা পর সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। শৈলকুপা থানার এসআই আজিজ ও এলাকাবাসী জানায়, রাত ৩ টার রাজশাহী থেকে খুলনাগামী আলু ভর্তি একটি ট্রাক সড়কের পাশে এসে বিকল হয়ে যায়। পরে ভোর ৬ টার কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী রড বোঝায় আরেকটি ট্রাক এসে বিকল গাড়ীতে ধাক্কায় দুই গাড়ি উল্টে রাস্তার উপর পড়ে। সড়কের দু’দিক থেকে আসা অসংখ্য যানবাহন আটকে পড়ে। দুর্ভোগে পড়েন শতশত যাত্রী। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন রাস্তার উপর থেকে গাড়ি দু’টি সরালে সকাল ১০ টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।
×