ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ধর্ষক পিকআপ চালক গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৬, ১৯ মার্চ ২০১৬

নীলফামারীতে ধর্ষক পিকআপ চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার মূল আসামি পিকআপ চালক মারুকুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে নীলফামারীর কিশোরীগঞ্জ থানা পুলিশ। মারুকুল উপজেলার রণচ-ি ইউনিয়নের সোনাখুলি গ্রামের মজনু মিয়ার ছেলে। বুধবার এলাকাবাসী গুরুতর অসুস্থ অবস্থায় ধর্ষণের শিকার ওই ছাত্রীকে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের অবিলের বাজারের অদূরের একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সে এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কিশোরীগঞ্জ থানায় পিকআপ চালক মারুকুলকে প্রধান আসামিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জেলা প্রশাসক জাকির হোসেন শুক্রবার জানান ধর্ষণের ঘটনাটি আজ শুক্রবার দৈনিক জনকণ্ঠসহ পত্রপত্রিকায় প্রকাশিত হলে তা নজরে আসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপির। শিক্ষা মন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী দুইজনে ওই ছাত্রীর সকল আইনী সহযোগিতার বিষয়ে নির্দেশ দিয়ে খোঁজখবর নেন। জেলা প্রশাসক বলেন এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষেও ওই ছাত্রীকে সহায়তা প্রদান করা হবে।
×