ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউপি নির্বাচন পাবনায় ৭ বাড়িতে অগ্নিসংযোগ, যশোরে আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৮, ১৯ মার্চ ২০১৬

ইউপি নির্বাচন  পাবনায় ৭ বাড়িতে অগ্নিসংযোগ, যশোরে আহত আওয়ামী লীগ  কর্মীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে সহিংসতা দিন দিন বাড়ছে। পাবনা সদর উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর বাড়িসহ অন্তত ৭ বাড়িতে প্রতিপক্ষের লোকজন শুক্রবার অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়ার ভেড়ামারায় একটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্রোহী প্রার্থীর বাড়িতে নৌকার প্রার্থীর হামলা ও গুদামের চাল লুট হয়েছে। এদিকে যশোরের মনিরামপুরে ১৬ মার্চ রাতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত মনসুর আলী শুক্রবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছে। বাগেরহাটের চিতলমারীতে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগে ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টারেরÑ জানা গেছে, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর বাড়িসহ ৭টি বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ভাঁড়ারা খাঁ পাড়ায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুলতান খাঁর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে বর্তমান চেয়ারম্যান এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি এবং ধাওয়া পাল্টাধাওয়া হয়। এক পর্যায়ে আবু সাঈদের সমর্থকরা সুলতান খাঁ’র বাড়িসহ ৭টি বাড়িতে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র‌্যাব সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে এক সপ্তাহ পর পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু এলাকায় ফিরে বৃহস্পতিবার রাতে জাতসাকিনী ইউনিয়নে ও শুক্রবার দুুপরে ঢালারচর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। জাতসাকিনী ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ মানিক ও বিএনপির প্রার্থী আব্দুল গণি ফকির অভিযোগ করে বলেন, সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বৃহস্পতিবার রাতে জাতসাকিনী গ্রামে নির্বচিনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী রেজাউল হক বাবুর পক্ষে ভোট চান। এ নিয়ে তাদের ভোটাররা শঙ্কিত হয়ে পড়েছেন। অন্যদিকে শুক্রবার দুুপরে এমপি আজিজুল হক আরজু ঢালারচর ইউনিয়নের চরদুর্গাপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন ব্যাপারী ও তার কর্মীদের সঙ্গে বৈঠক করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য পুলিশ পাহারায় তার গাড়ি নিয়ে সিদ্দিক মোড় নামক স্থান থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসিরকে তার গাড়িতে তুলে নিয়ে যান চরদুর্গাপুরে আঞ্জুমান কাদেরিয়া দরগা শরীফে। তিনি সেখানে বসে নির্বাচনী কলাকৌশল নিয়ে আলাপ আলোচনা করেন। এছাড়া দরবার শরীফে উপস্থিত মুসল্লিদের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসিরউদ্দিনকে পরিচয় করিয়ে দেন। এরপর জুমা নামাজ শেষে তিনি নাসির উদ্দিন ও তার সমর্থকদের সাথে নিয়ে জলিল মেম্বারের বাসায় ভূরিভোজ করেন। এরপর বিকেলে রূপপুরে আর এক প্রার্থীর নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় নৌকা প্রতীকের এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে এ ঘটনা ঘটে। নৌকা সমর্থিত প্রার্থী আবুল হোসেন জানান, রাত ৩টার দিকে কয়েক দুর্বৃত্ত চাঁদগ্রামে তার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে জ্বালিয়ে দেয়। এতে ক্যাম্পে থাকা আসবাবপত্র ও তার নির্বাচনী সরঞ্জাম পুড়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জোয়াদুর রহমান জজের বাড়িতে নৌকা প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে। এ সময় জোয়াদুর রহমান জজের লোকজন নৌকা প্রার্থীর লোকজনকে ধাওয়া দিলে তারা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন জোয়াদুর রহমান জজের আল্লারদর্গা বাজারে চালের গুদামের তালা ভেঙ্গে বস্তাভর্তি চাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মরিচা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জোয়াদুর রহমান জজের বাড়িতে বৃহস্পাতিবার রাত ১২টার দিকে প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলমগীরের কর্মী ও সমর্থকরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা জোয়াদুর রহমান জজের বাড়ির আঙিনায় তার নির্বাচনী ক্যাম্পের চেয়ার ভাংচুর ও পোস্টার ছিঁড়ে ফেললে জোয়াদুর রহমান জজের লোকজন তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তারা পালানোর সময় নৌকা প্রার্থীর এক কর্মী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। বাগেরহাট ॥ ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যর্থতার অভিযোগে বাগেরহাটে দুই থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের একদিন পর শুক্রবার বাগেরহাটের চিতলমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে তাকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়। ইসির উপসচিব সামশুল আলম বলেন, ‘ফরিদ হোসেনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অবৈধ নির্দেশ দেয়া, দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ পাওয়া গেছে।’ এ প্রেক্ষিতে শুক্রবার তাকে সরিয়ে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেয়া হয়েছে। যশোর ॥ যশোরের মনিরামপুরে নির্বাচনী সহিংসতায় আহত মুনসুর আলী নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৬ মার্চ রাতে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেঙ্গুরাহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনি আহত হন। নিহত মুনসুর আলী ইউনিয়নের লক্ষণপুর গ্রামের উকিল উদ্দিনের ছেলে ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল ইসলামের সমর্থক। চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, গত বুধবার রাত ৯টার দিকে নেঙ্গুরাহাট বাজারে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদের কর্মী সমর্থকরা গোলযোগে জড়িয়ে পড়েন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন, তার সমর্থক মুনসুর আলীসহ ১০/১২ জন আহত হন। ওই রাতে মুনসুর আলীকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কলাপাড়া ॥ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির কেরামত হাওলাদারকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) দীপক কুমার রায়ের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত পূর্ব চাকামইয়ায় শুক্রবার সন্ধ্যায় এ অর্থদ- দিয়েছেন। মোটর সাইকেলে শোডাউন এবং জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে নির্বাচনী প্রচার চালানোয় এ দ- দেয়া হয়েছে।
×