ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় পুলিশের কাছ থেকে হাতকড়াপরা আসামি ছিনতাই

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ মার্চ ২০১৬

কুমিল্লায় পুলিশের  কাছ থেকে  হাতকড়াপরা আসামি  ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৮ মার্চ ॥ কুমিল্লায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ হক শাহ নামে এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার জেলার তিতাস উপজেলার কাপাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই আসামির স্ত্রী, ভাই ও ভগ্নিপতিসহ ৪ জনকে আটক করেছে। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ওই আসামিকে গ্রেফতার করতে পারেনি। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে তিতাস থানার এসআই হুমায়ুন কবির ৪ সঙ্গীয় ফোর্সসহ চুরি ও ছিনতাই মামলার পলাতক আসামি হক শাহকে (৩৪) গ্রেফতারের জন্য উপজেলার কাপাসকান্দি তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় তার স্বজনরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। এতে ওই বাড়ির ও আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশ দলকে ঘেরাও করে। একপর্যায়ে হাতকড়া পরানো অবস্থায় আসামি হক শাহকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার ভোরে পুলিশ পুনরায় অভিযান চালিয়ে আসামি হক শাহর স্ত্রী নাজমা বেগম (৩০), ভাই নূরে আলম রনি (৩৬), ভাই জাকির হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩৫), ভগ্নিপতি শাহজাহানকে (৩৮) আটক করে। তিতাস থানার ওসি মনিরুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা হয়েছে এবং এ মামলায় ৪ জনকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া পলাতক আসামি হক শাহকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
×