ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালের নিরাপত্তা পরিদর্শনে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

প্রকাশিত: ০৯:১১, ৬ মার্চ ২০১৬

শাহজালালের নিরাপত্তা পরিদর্শনে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শনে ঢাকায় আসছে তিন সদস্যের আমেরিকান প্রতিনিধি দল। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক ই-প্রকিউরমেন্ট সংক্রান্ত এক কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শনে তিন সদস্যের একটি আমেরিকান প্রতিনিধি দল বাংলাদেশ আসছে। সবার ওপর নিরাপত্তা। সে নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রী ও দর্শনার্থীদের সাময়িক দুর্ভোগ হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত। আগামী ১ জুলাই ই-গবর্নমেন্ট প্রকিউরম্যান-এর আওতায় সব ধরনের সিভিলাইজেশন টেন্ডার জমা দিতে হবে। এ প্রকল্পের জন্য সরকার ১শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। দর্শনার্থীদের ভোগান্তি সম্পর্কে তিনি বলেন-নিরাপত্তা বিষয়ক কিছু পদক্ষেপ খুব শিগগির বাস্তবায়ন করা হচ্ছে। তখন কনকর্স হল খুলে দেয়া হবে। এদিকে আগামী মে মাস থেকে সিভিল এভিয়েশনের সব ধরনের দরপত্র ই-টেন্ডারিং পদ্ধতিতে করা হবে বলে জানানো হয়। এতে করে ঠিকাদাররা ঘরে বসেই দরপত্রে অংশগ্রহণ ছাড়াও সব ধরনের কাজ সম্পন্ন করতে পারবেন। এতে করে দরপত্র পদ্ধতিতে আরও স্বচ্ছতা ফিরে আসবে। পরিচালক আব্দুল হামিদ জমাদ্দার কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান।
×