ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে দেড় বছরের সন্তানকে গলাকেটে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন মা!

প্রকাশিত: ০৫:৫৯, ৬ মার্চ ২০১৬

কিশোরগঞ্জে দেড়  বছরের সন্তানকে  গলাকেটে হত্যা  করেছে মানসিক  ভারসাম্যহীন মা!

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ মার্চ ॥ মানসিক ভারসাম্যহীন এক মা তার দেড় বছরের শিশুসন্তানকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করেছে। শনিবার দুপুরে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। ঘাতক মাকে পুলিশ আটক করেছে। পুলিশ নিহত শিশু মাহাদী হাসানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা কৃষক আবুল কালামের সঙ্গে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের আসাদ মিয়ার মেয়ে সালমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ৩ মেয়ে ও ছেলে রয়েছে। সালমা আক্তার বহুদিন ধরেই মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তবে সংসার জীবন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কোন বিরোধ ছিল না বলে জানা গেছে। পারিবারিক সূত্র জানায়, সালমা মানসিকভাবে ভারসাম্যহীন থাকায় প্রায়ই তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসতেন। ১৫ দিন আগে সালমা দেড় বছরের শিশুসন্তান মাহাদী হাসানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালের দিকে মাহাদী হাসান কান্নাকাটি করছিল। এরপর দুপুর ১২টার দিকে শিশুটির মা বসতঘরের দরজা আটকে ধারালো দা দিয়ে নিজহাতে শিশুটিকে গলাকেটে হত্যা করে। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে তিনি রক্তাক্ত হাত ধোয়ার পর তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এ সময় তিনি বলতে থাকেন, ‘মাহাদী আর কান্না করবে না, সে ব্যবস্থাই করে দিয়েছি’। এদিকে শিশু হত্যার খবর পেয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মায়ের নিজের হাতে শিশুকে হত্যার ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
×