ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য আইসিটি এক্সপো জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ

প্রকাশিত: ০৫:৫৯, ৬ মার্চ ২০১৬

বর্ণাঢ্য আইসিটি এক্সপো জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ

স্টাফ রিপোর্টার ॥ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো আইসিটি এক্সপো-২০১৬। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছিল তিন দিনের এই প্রযুক্তির আসর। শনিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপ্তি ঘোষণা করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ঢাকা মহানগরীকে তারহীন প্রযুক্তির ব্রডব্যান্ড ইন্টারনেটের (ওয়াইফাই) আওতায় নিয়ে আসা হবে। আইসিটি খাত সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, ঢাকা মহানগরীকে অন্তত ব্রডব্যান্ড দিন। যাতে সবাই আইসিটি নিয়ে কাজ করতে পারেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার অর্ধেক কাজই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর বাকি অর্ধেক বেসরকারী খাতের জন্য চ্যালেঞ্জ। এবারের প্রযুক্তি মেলার মূল আকর্ষণ ছিল শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি লাইভ টকিং রোবোট ‘রিবো’, বুয়েট শিক্ষার্থীদের তৈরি ফ্লাইং ড্রোন আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর প্রযুক্তি নির্ভর কীটনাশক ছিটানো ও আগাছা পরিষ্কারের যন্ত্র। এই যন্ত্রটির নাম দেয়া হয়েছে ‘কৃষক ৭১’। তিন দিনের এই মেলায় প্রযুক্তিপ্রেমীদের উপচেপড়া ভিড় ছিল। মেলায় অংশ নেয়া বিক্রেতারা বিক্রিও করেছে ভাল। তারা আশা করছেন আগামীতে মেলার বিস্তার আরও ঘটবে। মেলার শেষ দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘ক্রস বর্ডার সাইবার ক্রাইম’ নামক সেমিনার, যেখানে দেশ-বিদেশের সাইবার অপরাধ বিষয়ক আলোচনা এবং এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, মাইক্রোসফ্ট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া কবির বশির। প্রদর্শনী চলাকালে ইনোভেশন প্রজেক্ট চ্যাম্পিয়নশিপ, সেলফি কনটেস্ট, গেমিং কনটেস্ট, সেলিব্রেটি শো, প্রোডাক্ট শোতেও দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। বিশেষ করে গেমিং কনটেস্টে তরুণদের ভিড় ছিল বেশি। মেলায় ৫৯ প্যাভিলিয়ন ও ৭০ স্টলে প্রযুক্তি পণ্য বিক্রি হয়েছে। মেলা উপলক্ষে প্রযুক্তিপণ্য বিক্রির ওপর ছাড় দিয়েছে অধিকাংশ প্রযুক্তি প্রতিষ্ঠান। মাইক্রোসফ্ট থেকে যে কোন পণ্য কিনলে ক্রেতারা পেযেছেন ৪ শতাংশ ছাড়। ডেলের পণ্যে থাকছে ৭শ’ থেকে ১ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। ওয়ালটন দিয়েছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়সহ ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা। সিম্ফনির স্টল থেকে মোবাইল কিনলে পাওয়া যাবে ৪ শতাংশ ছাড়। টিপিলিংকের পণ্য কিনে লটারিতে মোটরসাইকেল জেতার সুযোগ পেয়েছে ভাগ্যবান ক্রেতা। শেষ দিনেও মেলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলেছে। মেলার কনভেনার নজরুল ইসলাম মিলন বলেন, আসলে আমরা আইসিটি এক্সপো ২০১৬ নিয়ে যা আশা করেছিলাম তিন দিনের এই মেলায় তার চেয়ে অধিক সাড়া পেয়েছি। এই মেলায় আমরা গুরুত্ব দিয়েছি দেশী প্রতিষ্ঠানগুলোর উপর। মেলার শেষ দিনে অসংখ্য দর্শনার্থীদের সমাগমে সফলভাবে শেষ হলো আইসিটি এক্সপো-২০১৬। মেলার শেষ দিন বিকাল তিনটায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত এই মেলার সমাপ্তি ঘোষণা করেন। এ সময় তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ প্রমুখ। এবারের মেলায় সহযোগী হিসাবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটি। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব কল সেন্টার এ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও)। মেলার শেষ দিনে প্রদর্শিত হয়েছে কৃষক ৭১ নামের এক যন্ত্র। ফসলের মাঠ ঘুরে ঘুরে ক্ষতিকারক পোকামাকড় বাছাই ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করবে ব্যাটারি চালিত যন্ত্র। এই যন্ত্র জমির আগাছাও পরিষ্কার করবে। এমন এক যন্ত্র আবিষ্কার করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এই তিন শিক্ষার্থী হলেন, আলী আহসান, আবদুল্লাহ রাব্বানি ও মোঃ জহিরুল ইসলাম। তিন জনই ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন। প্রযুক্তি নির্ভর এ যন্ত্রটির নাম দেয়া হয়েছে ‘কৃষক ৭১’। কৃষক ৭১ নামের যন্ত্রটি কৃষিতে নতুন প্রযুক্তি হিসাবে ভাবা হচ্ছে। এই যন্ত্র প্রয়োগ করে ভাল ফলন পাওয়া সম্ভব হবে। যন্ত্রটির মাধ্যমে অল্প সময়ে ও স্বল্প ব্যয়ে ধানক্ষেতের ক্ষতিকর কীট দূর করা যাবে। পাশাপাশি ক্ষেতের আগাছাও দূর করতে পারবেন কৃষকরা। যন্ত্রটি একবার চার্জ দিলে এই যন্ত্রটি দিয়ে এক ঘণ্টা ২০ মিনিট কাজ করা যাবে। এটা নিজে নিজেই কাজ করবে। এ্যান্ড্রয়েড এ্যাপের মাধ্যমে যন্ত্রটি পরিচালনা করা যাবে।
×