ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গৌড়ীয় মঠের সেবক গোপাল রায়ের চিকিৎসার ব্যয় দেবে সরকার ॥ নাসিম

প্রকাশিত: ০৮:২৪, ২ মার্চ ২০১৬

গৌড়ীয় মঠের সেবক গোপাল রায়ের চিকিৎসার ব্যয় দেবে সরকার ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ দুর্বৃত্তদের গুলিতে আহত পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শ্রী শ্রী গৌড়ীয় মঠের সেবক গোপাল রায়ের চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে। মঙ্গলবার বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আহত গোপাল রায়কে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই ঘোষণা দেন। গোপাল রায় বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত ২১ ফেব্রুয়ারি রবিবার সকালে দুর্বৃত্তরা সন্তগৌড়ীয় মঠের ভেতরে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে। ওই সময় তারা গোপাল চন্দ্র রায়কে গুলি করে চলে যায়। গোপালের বাম হাতের কনুইয়ের পাশে দুটি গুলিবিদ্ধ হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২২ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টায় এ্যাম্বুলেন্সে করে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। এ ঘটনায় জেএমবি এবং ইসলামী ছাত্রশিবিরের ৩ সদস্যকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থপেডিক্স বিভাগে চিকিৎসাধীন গোপাল রায়ের উন্নত চিকিৎসার জন্য চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। পুরোহিত হত্যার দায় স্বীকার করে জেএমবি সদস্য আলমগীরের জবানবন্দী টাফ রিপোর্টার, পঞ্চগড় থেকে সংবাদদাতা জানান, দেবীগঞ্জের শ্রী শ্রী গৌড়ীয় মঠ মন্দিরের পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায় হত্যাকা-ের দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে জামাআ’তুল মুজাহিদীনের (জেএমবি) এক সদস্য। পুরোহিত হত্যা ও অস্ত্র-বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত তিন মামলায় রিমান্ডে থাকা ৬ আসামির মধ্যে আলমগীর হোসেন নামে এক জেএমবি সদস্য আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে রাজি হলে মঙ্গলবার বিকেলে কঠোর গোপনীয়তায় পুলিশ তাকে দেবীগঞ্জ আমলী আদালতে হাজির করে। এ সময় আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট মোছাঃ মার্জিয়া খাতুনের খাস কামরায় প্রায় সোয়া তিন ঘণ্টা ধরে ওই জেএমবি সদস্য কিভাবে পুরোহিত হত্যাকা- ঘটানো হয়েছে, মূল হত্যাকারী কে এবং এই হত্যাকা-ে কতজন জড়িত ছিল, মূল পরিকল্পনাকারী ছাড়াও হত্যাকা-ের আগে ও পরে হত্যাকারীরা কে কোথায় অবস্থান করে, অস্ত্র-চাপাতি-বিস্ফোরক দ্রব্য কার বাড়িতে লুকিয়ে রাখা হয় তা সম্পর্কে এ জবানবন্দী দিয়েছে। বিচারক ওই জঙ্গীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন। জবানবন্দী শেষে সন্ধ্যা ছটায় কড়া পুলিশ প্রহরায় জেএমবি সদস্য আলমগীরকে কোর্ট হাজতে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গত ২১ একুশে ফেব্রুয়ারি সকালে দেবীগঞ্জের করতোয়া ব্রিজ সংলগ্ন শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায়কে (৫০) নৃশংসভাবে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
×