ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক মিনিটে ৪ লাখ ৪০ হাজার টুইট!

প্রকাশিত: ০৬:৪৬, ২ মার্চ ২০১৬

এক মিনিটে ৪ লাখ ৪০ হাজার টুইট!

২০১৬ সালটি টাইটানিক ছবির সেই উচ্ছল রোমান্টিক তরুণ লিওনার্দো ডিক্যাপ্রিও ওরফে জ্যাকের কাছে অত্যন্ত গুরুত্ববাহী। ১৯৯৭ সালে মুক্তিপাওয়া ব্লকবাস্টার এই হিট ছবিটি অস্কারের ১১ শাখায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। কিন্তু সে বছর সেরা অভিনেতার মুকুট পরতে পারেননি জ্যাক। এরপর আরও ছয়বার মনোনয়ন তালিকায় নাম উঠলেও অস্কারের স্বর্ণ মূর্তিটি স্পর্শ করতে পারেননি। কিন্তু গত রবিবার ৮৮তম অস্কার জ্যাকের সেই দুঃখ ঘুচিয়ে দেয়। দ্য রেভন্টে ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য পান সেরা অভিনেতার খেতাব। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ভক্তদের মন্তব্য ও লাইক। জ্যাককে উদ্দেশ করে শুধু মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক মিনিটে ৪ লাখ ৪০ হাজার টুইট পড়ে যা এ যাবতকালের মধ্যে রেকর্ড। মঙ্গলবার এ তথ্য দিয়েছে টুইটার ডাটা। অস্কারের ইতিহাসে আর কোন ঘটনা নিয়ে এতবার টুইট করা হয়নি। এর আগে ২০১৪ সালের অস্কার অনুষ্ঠানে হলিউডের প্রথম সারির কয়েক তারকাকে নিয়ে উপস্থাপিকা এলেন ডিজেনারেসের সেলফিটি মিনিটে টুইট হয়েছিল ২ লাখ ৫৫ হাজার বার। অস্কার খরা কাটালেন, আরাধ্য পুরস্কারটি জিতে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতামূলক বক্তব্য রেখে মুগ্ধ করলেন, এবার ইন্টারনেটে বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন ডিক্যাপ্রিও।-এএফপি
×