ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধানমণ্ডি লেক থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৫৯, ২ মার্চ ২০১৬

ধানমণ্ডি লেক থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজের দু’দিন পর রাজধানীর ধানমণ্ডি লেক থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার হয়েছে। যাত্রাবাড়ী ও খিলগাঁওয়ে ছিনতাইকারীরা দুজনকে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। কদমতলীতে ভাঙ্গাড়ি দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ক্যাশ লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর ধানম-ির লেক থেকে সুদীপ্ত দত্ত অর্জুন (১৮) নামে এক কলেজছাত্রের ভাসমান লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের দু’দিন পর মঙ্গলবার সকালে পুলিশ ওই লেক থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহত সুদীপ্ত পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবার নাম অসিম কুমার দত্ত। গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার বইকুণ্ঠ গ্রামে। তিনি ধানমণ্ডির পূর্ব রায়েরবাজার ১৬৯/১ নম্বর বাসায় তার মায়ের সঙ্গে ভাড়া থাকতেন। নিহতের বাবা অসিম কুমার দত্ত জানান, তিনি সূর্যের হাসি ক্লিনিকের চট্টগ্রামের প্রজেক্ট ম্যানজার। চট্টগ্রামে থাকেন। তিনি জানান, রবিবার পড়া বাদ দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলা দেখার সময় সুদীপ্তর মা ছন্দা দত্ত সুদীপ্তকে বকাঝকা করেন। এরপর সুদীপ্ত ঘর থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিহতের বাবা আরও জানান, মার সঙ্গে রাগ করে বের হওয়ার সময় সুদীপ্ত বলে, ‘আমি আর এ বাড়িতে থাকব না’। গত দু’দিন ধরে নিখোঁজ ছিল সে। মঙ্গলবার সকালে লেকে তার লাশ পাওয়া যায়। অভিমান থেকেই সুদীপ্ত আত্মহত্যা করেছে বলে তার বাবার ধারণা। ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর আলম জানান, ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবু তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। ছিনতাই : রাজধানীর যাত্রাবাড়ী ও খিলগাঁওয়ে ছিনতাইকারীরা দুই পথচারীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন সবুজ মিয়া (৩৫) ও সাদ্দাম হোসেন (২২)। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধলপুরে ছিনতাইকারীদের কবলে পড়েন সবুজ মিয়া নামে প্রাণ কোম্পানির এক কর্মচারী। তিনি সায়েদাবাদ থেকে ধলপুরে তার বাসায় ফিরছিলেন। ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে এলে ৪-৫ ছিনতাইকারী তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে নগদ ৭ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এর আগে সোমবার রাত ২টার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে ছিনতাইকারীরা সাদ্দাম হোসেন নামে এক প্রাইভেটকার চালককে কুপিয়ে ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুজনকে মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাশ লুট : পুরনো ঢাকার কদমতলীর জুরাইন কমিশনার রোডে দুর্বৃত্তরা এক ভাঙ্গাড়ি দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-পয়সা ও মোবাইল সেট লুট করে নিয়ে গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে ব্যবসায়ী মোশাররফ হোসেন ভুট্টোকে (৩০) আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বাসা একই রোডের ১২১১/১-এ নম্বরে। আহতের সহকর্মী ফজল মিয়া জানান, সোমবার রাতে কমিশনার রোডের মোশাররফের ভাঙ্গাড়ি দোকানে ঢুকে ৩-৪ জন সশস্ত্র ডাকাত। এ সময় তারা দোকান মালিক মোশারফকে এলোপাতাড়ি কুপিয়ে তার দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ ২৭ হাজার টাকা ও দুটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পরে রাত পৌনে ১টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
×