ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনসচেতনতা তৈরিতে...

প্রকাশিত: ০৫:৪৪, ১ মার্চ ২০১৬

জনসচেতনতা তৈরিতে...

চীনের বেশ কিছু শহরের বাতাসে দূষণের মাত্রা অত্যধিক। বুক ভরে শ্বাস নিতে অনেক ধনী চীনা নাগরিক হাজার হাজার ডলার খরচ করে বিশুদ্ধ বাতাসভর্তি বোতল কিনছেন। মাঝে মাঝে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে, কখন যে দিন আর কখন রাত ধোঁয়ার কারণে তা বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে শিশুদের স্কুলে যাওয়া বন্ধ করে ঘরে ভেতরে আটকে রাখতে বাধ্য হয় পরিবার। বাতাসে দূষণ কমাতে জনসচেতনতা তৈরি করতে সম্প্রতি একটি পরিবেশবাদী গ্রুপ ভিন্নমাত্রার একটি ভিডিওচিত্র নির্মাণ করেছে। এতে দেখানো হয়েছে, ধোঁয়া আর ধূলিভরা বেজিংয়ে শ্বাস নিতে হলে একদিন সবার নাকের চুল লম্বা করতে হবে। শিশু, ব্যবসায়ী, নবদম্পতি এমনকি কুকুরের নাকের চুলও লম্বা দেখানো হয়েছে এতে। সেই চুল কিভাবে পরিপাটি করতে হবে বিলবোর্ডে সেই বিজ্ঞাপনও দেয়া হয়েছে। একটি বিলবোর্ডে নাকের চুল পরিপাটি করার বিভিন্ন জিনিসপত্রের বিজ্ঞাপন দেয়া হয়েছে। ভিডিওচিত্রের ধারাভাষ্যে বলা হয়, ‘এদেরকে দেখুন, এরা দূষিত যুগে টিকে থাকা মানুষ। আপনাকে পরিবর্তিত করার আগে দূষিত বাতাসকে পরিবর্তন করুন। -ওয়েবসাইট অবলম্বনে।
×