ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংসদে পূর্তমন্ত্রী

লুই কানের নক্সা পেলেই নক্সা বহির্ভূত স্থাপনা চিহ্নিত ও অপসারণ করা হবে

প্রকাশিত: ০৮:৫৬, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

লুই কানের নক্সা পেলেই নক্সা  বহির্ভূত স্থাপনা  চিহ্নিত ও  অপসারণ করা  হবে

সংসদ রিপোর্টার ॥ লুই কান প্রণীত নক্সার মূল কপি বাংলাদেশে সংরক্ষিত না থাকায় নক্সাবহির্ভূত স্থাপনা কোন্গুলো তা সুনিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। মূল নক্সা সংগ্রহের পর নক্সাবহির্ভূত স্থাপনাগুলো চিহ্নিত করে অপসারণের পরিকল্পনা গ্রহণ করা হবে। রবিবার জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি এস্তোনীয় বংশোদ্ভূত খ্যাতনামা মার্কিন স্থপতি লুই কানের নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়, যা বিশ্বের স্থাপত্য নক্সায় একটি অনন্য ভবন হিসেবে স্বীকৃত।
×