ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারের প্রতি আস্থা থাকায় অনেকেই ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

সরকারের প্রতি আস্থা  থাকায় অনেকেই ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ সরকারের প্রতি আস্থা থাকায় অনেকেই ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ৫১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী হওয়ার বিষয়কে ‘সরকারের উন্নয়নের প্রতি আস্থা’ আখ্যা দিয়ে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কেউ যদি স্থানীয় উন্নয়নের স্বার্থে সরকারের প্রতি আস্থা ব্যক্ত করে প্রার্থী না হন, সেক্ষেত্রে কী আমাদের অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ আছে? রবিবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি পাল্টা এ প্রশ্ন রাখেন। সংবাদ সম্মেলন থেকে দ্বিতীয় ধাপের ৬৭২ ইউনিয়ন পরিষদ (্ইউপি) নির্বাচনের দলীয় চেয়ারম্যান প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এর আগে টানা পাঁচদিন ধরে দলের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে ৩১ মার্চ অনুষ্ঠেয় ™ি^তীয় ধাপের ৬৭২ ইউপির দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছিল। প্রার্থী ঘোষণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের কিছু প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটা হতেই পারে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গত ৭ বছরে দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে, তাতে সরকারে প্রতি মানুষের আস্থা সৃষ্টি হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। মানুষ শান্তিতে আছে। এখন দেশের ৮০ ভাগ মানুষই বিশ্বাস করেন, একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হতে পারে। তিনি বলেন, অনেকেই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে অন্য দল থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন কিংবা সরকারী দলে যোগদান করতে চাইছেন। স্থানীয় পর্যায়ে কেউ যদি স্থানীয় উন্নয়নের স্বার্থে সরকারের প্রতি আস্থা ব্যক্ত করে প্রার্থী না হন, সেক্ষেত্রে আমাদের কী করার আছে। নির্বাচন কমিশনে বিএনপির দেয়া অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্বাচন কমিশনের কাছে বিএনপি অভিযোগ করে থাকলে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সেটি তদন্ত করে খুঁজে বের করা। আমাদের কাছে এ রকম কোন অভিযোগ আসেনি। কাজেই যে অভিযোগ আমাদের কাছে আসেনি, সে ধরনের বিষয় নিয়ে আমাদের কথা বলার কিছু নেই। এর আগে দলের ইউপি নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে দলীয় প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করা হয়। দলের সভাপতিম-লীর সদস্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাঃ দীপু মনি, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বীর বাহাদুর, এ্যাডভোকেট আফজাল হোসেন, ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, আবদুস ছাত্তার, ড. আমিনুল ইসলাম গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন, এ কে এম এনামুল হক শামীম প্রমুখ। অন্যদিকে দল মনোনীত প্রার্থীদের মধ্যে দলীয় প্রত্যয়নপত্রের চিঠি বিতরণের কাজও রবিবার থেকেই শুরু হয়েছে। ধানম-ি কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নপত্রের চিঠি প্রার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে। এ প্রত্যয়নপত্রের চিঠিসহ মনোনয়নপত্র জমা দিতে হবে। উল্লেখ্য, ৩১ মার্চ অনুষ্ঠেয় ™ি^তীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২ মার্চ।
×