ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

ঢাকায় গ্যাসের আগুনে পুড়ে মরা দু’ভাইয়ের লাশ বরিশালে দাফন

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকায় গ্যাসের আগুনে  পুড়ে মরা দু’ভাইয়ের লাশ বরিশালে দাফন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাজধানীর উত্তরায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হওয়ার ঘটনায় মৃত দুই শিশুর লাশ নানাবাড়ি বরিশালে দাফন করা হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর নবগ্রাম সড়কের মার্কাস মসজিদ প্রাঙ্গণে দু’সহোদরের লাশ জানাজা শেষে মসজিদ গোরস্তানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, একইদিন সন্ধ্যায় দুই সন্তানের পর বাবা শাহনেওয়াজ (৫০) ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যান। একই হাসপাতালে চিকিৎসাধীন শাহনেওয়াজের স্ত্রী সুমাইয়া বেগমের (৪০) অবস্থাও আশঙ্কাজনক। জানা গেছে, বরিশাল নগরীর নবগ্রামের বাসিন্দা আলতাফ হোসেন খানের ছোট কন্যা সুমাইয়া আক্তার, তার স্বামী ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রকৌশল বিভাগের ইঞ্জিনিয়ার ঝালকাঠি শহরের কাঠপট্টি রোড এলাকার বাসিন্দা মোঃ শাহনেওয়াজ তাদের তিন পুত্রসন্তান নিয়ে ঢাকায় বসবাস করে আসছিলেন। শুক্রবার সকাল সাতটার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির সাত তলা ভবনের সপ্তম তলার ফ্লাটে রান্নাঘরে গ্যাসলাইন বিস্ফোরণে তাদের পরিবারের পাঁচজন দগ্ধ হয়। ওইদিন বিকেল সাড়ে ৫ টার দিকে অগ্নিদগ্ধ শালিল বিন নেওয়াজ (১৫) এবং এক ঘণ্টা পর ১৪ মাস বয়সী জায়ান বিন নেওয়াজ মারা যায়। শনিবার সন্ধ্যায় দুই সন্তানের পর বাবা শাহনেওয়াজও মৃত্যু বরণ করেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মৃত দু’সহোদরের লাশ বরিশালের নানাবাড়িতে আনা হয়। এখানে জানাজা শেষে মারকাজ মসজিদ গোরস্তানে দুই শিশুকে দাফন করা হয়েছে।
×