ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা চিকিৎসক সমাজের গর্ব ডাঃ এবিএম আব্দুল্লাহ

প্রকাশিত: ০৫:৪২, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা চিকিৎসক সমাজের গর্ব ডাঃ এবিএম আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ চিকিৎসক সমাজের গর্ব। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চিকিৎসক ও ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের প্রিয় ডাক্তার। শত ব্যস্ততার মধ্যেও তিনি রোগীদের সঙ্গে হাসিমুখে কথা বলেন। তিনি একজন সৎ ও ভালোমনের মানুষ। তাঁর এই পদকপ্রাপ্তিতে গর্ববোধ করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিবার। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডাঃ শাহানা আখতার রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক অধ্যাপক ডাঃ মোঃ শামসুল আলম, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জী, মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুর রহিম, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অসীম রঞ্জন বড়ুয়া, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আব্দুল মজিদ ভূঁইয়া, চর্ম ও যৌনব্যাধি বিভাগের অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপন, সহকারী প্রক্টর ডাঃ এএম মোস্তফা জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান। মানপত্র পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট ডাঃ হারিসুল হক। উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, পরিশ্রম, সততা ও নিষ্ঠা ছাড়া কিছু অর্জন করা যায় না। অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহর রোগীদের প্রতি ভালবাসা ও আন্তরিকতা, চিকিৎসাসেবার উন্নয়নে তাঁর নিরন্তর প্রচেষ্টা এবং অত্যন্ত সাধারণ জীবনযাপন চিকিৎসক সমাজের জন্য একটি মহৎ উদাহরণ। তাঁর একুশে পদকপ্রাপ্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আমরাও গৌরবান্বিত হয়েছি। অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ তাঁর একুশে পদক ভাষা শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি উৎসর্গ করে বলেন, আল্লাহর রহমত ও মানুষের দোয়ার কারণে এ পুরস্কারপ্রাপ্তি সম্ভব হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ না হলে আমি এ পুরস্কার পেতাম না। আর বাংলাদেশ সৃষ্টির জনক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পুরস্কারের জন্য নয়, দায়িত্ব ও কর্তব্যবোধ এবং মানুষের প্রতি ভালবাসা দেখিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে এক সময় এমন স্বীকৃতি পাওয়া যায়। তরুণ চিকিৎসকবৃন্দ এ বিষয়টি মনে রেখে তাদের কর্মময় জীবনকে সার্থক করবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ। উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের জন্মদিন ॥ ২৮ ফ্রেব্রুয়ারি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের জন্মদিন। তিনি ১৯৫৫ সালের এ দিনে টাঙ্গাইলের ঘাটাইল থানার ভাবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন। উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের জন্মদিনে তাঁর কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও অফিসসমূহের উর্ধতন কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, সেবক-সেবিকা, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দসহ শুভানুধ্যায়ীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
×