ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাজেটে অর্থবছরের প্রথমার্ধে ৬০৮ কোটি টাকা উদ্বৃত্ত

প্রকাশিত: ০৩:৩৮, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

বাজেটে অর্থবছরের প্রথমার্ধে ৬০৮ কোটি টাকা উদ্বৃত্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৫-১৬ অর্থবছরের ঘোষিত বাজেটের প্রথমার্ধের হিসাবে ৬০৮ কোটি টাকার উদ্বৃত্ত দেখিয়েছে সরকার। গত বছরের জুনে জাতীয় সংসদে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সে সময় ৫ শতাংশ পর্যন্ত ঘাটতি থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছিল ৭৭ হাজার ২৩০ কোটি টাকা। এর বিপরীতে বিভিন্ন খাতে অর্থছাড় দেয়া হয়েছে ৭৬ হাজার ৬২২ কোটি টাকা। এই হিসাব অনুযায়ী, সরকারী কোষাগারে জমা রয়েছে ৬০৮ কোটি টাকা। উদ্বৃত্ত বাজেট থাকলেও চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে খুব বেশি সাড়া পাওয়া যায়নি। মূলত উন্নয়ন এবং অনুন্নয়ন উভয় খাতে আলোচ্য সময়ে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রার চেয়ে কম হারে অর্থ ছাড় দেয়া হয়েছে।
×