ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে ১০ শিবিরকর্মী আটক

প্রকাশিত: ০৮:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীতে ১০ শিবিরকর্মী আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকায় মঙ্গলবার রাতে ১০ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে পীরেরবাগ এলাকার একটি বাসা থেকে আটক দুই শিবিরকর্মীর কাছ থেকে ৫৫ ককটেল, ৪০০ জিহাদী বই ও বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়। আর রমনা এলাকা থেকে আট শিবিরকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে শিবিরের চাঁদা আদায়ের রসিদ বই, জামায়াত-শিবিরের বিভিন্ন ধরনের বই ও ডায়েরি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। পীরেরবাগ থেকে আটক শিবির কর্মীরা হলো সাথী শফিক (২২) ও সদস্য রহিম (২০)। তারা দুজনই ঢাকা কলেজের শিক্ষার্থী বলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান। রমনা এলাকা থেকে আটক আট শিবিরকর্মী হলো জুয়েল আহম্মেদ, মোঃ আবদুল আজিজ, মোঃ তারিকুল ইসলাম, মোঃ আলমগীর হুদা, মোঃ রাসেল রানা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম ও রনি আহম্মেদ। তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়েছে বলে জানান রমনা মডেল থানার ওসি মোঃ মশিউর রহমান। ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু ॥ বংশালে একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে মীম (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে বংশাল সুরীটোলা ৬১নং নর্থসাউথ রোডের একটি ভবনের ছাদ থেকে পড়ে যান মীম। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত নয়টার সময় তাকে মৃত ঘোষণা করেন।
×