ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউপি নির্বাচন

দ্বিতীয় দফায় ৬৮৪টির মধ্যে ৩ শতাধিক একক প্রার্থী চূড়ান্ত আওয়ামী লীগের

প্রকাশিত: ০৮:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

 দ্বিতীয় দফায় ৬৮৪টির মধ্যে ৩ শতাধিক একক প্রার্থী চূড়ান্ত আওয়ামী লীগের

বিশেষ প্রতিনিধি ॥ দ্বিতীয় দফায় ৬৮৪টির মধ্যে ৩ শতাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার/ ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের দীর্ঘ বৈঠকে এসব প্রার্থিতা চূড়ান্ত করা হয়। আজ বুধবার সন্ধ্যা ৭টায় পুনরায় বৈঠকে বসে বাকি ইউপির দলীয় প্রার্থিতা চূড়ান্ত করে মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের বরাবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করবে দলটি। জানা গেছে, মনোনয়ন বোর্ডের সভায় একক প্রার্থিতা চূড়ান্ত করা ছাড়াও তৃণমূল থেকে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে আসা অভিযোগগুলো নিয়েও আলোচনা হয়। অনেকস্থানে বর্তমান জনপ্রিয় ইউপি চেয়ারম্যানদের বাদ দিয়ে ব্যক্তিস্বার্থে কিংবা আর্থিক বিনিময়ের মাধ্যমে অজনপ্রিয়দের নাম কেন্দ্রে পাঠানোর বিষয়ে বোর্ডের অনেক সদস্যই ক্ষোভ প্রকাশ করেন। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাত আটটায় বৈঠকটি শুরু হয়ে রাত পৌনে বারোটা পর্যন্ত চলার পর আজ বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মুলতবি করা হয়। বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আবুল হাসনাত আবদুল্লাহ, মাহবুব-উল-আলম হানিফসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
×