ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পানি সঙ্কটের মুখে ৪শ’কোটি মানুষ

প্রকাশিত: ০৫:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

পানি সঙ্কটের মুখে ৪শ’কোটি মানুষ

বিশ্বে ৪শ’ কোটিরও বেশি মানুষ পানি সঙ্কটে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বেঁচে থাকার জন্য অন্যতম প্রয়োজনীয় মৌলিক চাহিদা যে পানি তা খুব দ্রুতই ফুরিয়ে আসতে পারে। ‘আমরা সমীক্ষায় লক্ষ্য করেছি আগামী কয়েক বছরের মধ্যে বিশ্¦ে ৪শ’ কোটিরও বেশি মানুষ পানি সঙ্কটে পড়তে পারে। অবস্থার অবনতি যে গতিতে হতে পারে বলে আগে আশঙ্কা করা হয়েছিল পরিস্থিতি তারচেয়েও বেশি ভয়ঙ্কর’ নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টুয়েন্টির পানি, পরিবেশ ও অর্থনৈতিক সংস্থান বিষয়ক প্রফেসর আর্জেন হোয়েকস্ত্রা এ মন্তব্য করেছেন। তার নেতৃত্বেই সমীক্ষাটি পরিচালিত হয়। তিনি বলছেন যে, এর অর্থ এই নয় যে, বিশ্বে পানির ঘাটতি রয়েছে। বিষয়টি হচ্ছে, যেখানে প্রয়োজন সেখানে পানি সংস্থান করা যাচ্ছে না। পানির প্রাপ্যতা নিশ্চিত করণে বিজ্ঞানীদের ওই রিপোর্টে সুপারিশ করা হয়েছে। -টেক টাইমস
×