ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১০ বছর পর বিএনপি নেতা জামালউদ্দিন হত্যা মামলার বিচার শুরু

প্রকাশিত: ০৫:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে ১০ বছর পর বিএনপি নেতা জামালউদ্দিন হত্যা মামলার বিচার শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দীর্ঘ প্রায় দশ বছর থেমে থাকার পর ফের সচল হলো চট্টগ্রামের বহুল আলোচিত ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যা মামলা। উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় চট্টগ্রাম মহানগর হাকিম মোঃ ফরিদ আলমের আদালত সোমবার মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে। এর মাধ্যমে আলোচিত এ মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো। আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের শেষদিকে সিআইডির এএসপি হামিদুল হক ফটিকছড়ির কাশেম চেয়ারম্যানসহ ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। এতে বাদ দেয়া হয় বিএনপি নেতা সরোয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজামের নাম। কিন্তু জামাল উদ্দিনের পুত্র চৌধুরী ফরমান রেজা লিটনের দায়ের করা মামলায় আসামি হিসেবে এই দু’জনের নাম ছিল। আদালত পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, অভিযোগপত্রে ১৬ আসামির মধ্যে শহীদ চেয়ারম্যান, বাইট্টা নাজিম ও আবদুস সোবহানের নাম রয়েছে। আদালতে এই চার্জশীট জমা দেয়ার পর এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপত্তি জানিয়ে আবেদন করেন আসামি সোবহান। ২০০৯ সালের ডিসেম্বর মাসে সেই আবেদন খারিজ হয়। এরপর পুনরায় রিট করলে বিচার প্রক্রিয়া থেমে যায়। সম্প্রতি আদালত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। উচ্চ আদালতের ধার্য করা তারিখ ছিল গত ২২ ফেব্রুয়ারি সোমবার। সেদিনই চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালত চার্জশীটটি আমলে নেন। ফলে প্রায় দশ বছর থেমে থাকার পর পুনরায় শুরু হলো জামাল উদ্দিন হত্যা মামলার বিচার কাজ। ২০০৩ সালের ২৪ জুলাই চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে অপহৃত হন আনোয়ারার ব্যবসায়ী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন চৌধুরী।
×