ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু শাকিল হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৫:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

শিশু শাকিল হত্যা  মামলার আরও  দুই আসামি  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৩ ফেব্রুয়ারি ॥ কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্ধি গ্রামে শিশু আবু তাহের শাকিল (১৩) হত্যার চাঞ্চল্যকর ঘটনায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার পাশে একটি কার্গো বোট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাটাইয়া ইউনিয়নের দৌলতরামদি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ আবদুল্লাহ (২১) ও হায়দার আলীর ছেলে আবুল হাসনাত সুজন (২০)। এ সময় জাকির হোসেন আরিফ (২১) নামে সন্দেহভাজন আরও একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, শাকিল হত্যা মামলার প্রধান আসামি আবদুল্লাহসহ মোট তিনজন আসামি শুরু থেকে পলাতক ছিল। পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর থাকলেও এতদিন আসামিরা জেলার বাইরে আত্মগোপন করায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহেদ ও উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবিরের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় একটি জাহাজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে আবদুল্লাহ এই হত্যা মামলার প্রধান আসামি। অপর জন সুজন এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত শাকিল হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
×