ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মির্জা ফখরুলের অভিযোগ ভিত্তিহীন ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

মির্জা ফখরুলের অভিযোগ ভিত্তিহীন ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ ফেব্রুয়ারি ॥ বিএনপির সম্মেলনে সরকারের বাধা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী খুঁজে না পাওয়ার বিষয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের নিকট সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় ক্ষতিগ্রস্ত সড়কে নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের কর্মকা-ে বাধা প্রদান করা হচ্ছে- এ অভিযোগ ভিত্তিহীন। কোথায় কোথায় সরকার তাদের বাধা দিচ্ছে, তা সুনির্দিষ্ট করে বলার জন্য তিনি তার প্রতি আহ্বান জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কটিতে মানুষের ভোগান্তি ছিল চরমে। অল্প বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যেত। মানুষের কষ্টের কথা বিবেচনা করে সাময়িকভাবে ১৪ কোটি টাকা ব্যয়ে সড়কটির ১ কিলোমিটারে ওভারলে ও ড্রেনেজ নির্মাণ কাজ করা হচ্ছে। এছাড়া, এ সড়কটির জন্য ১২ হাজার কোটি টাকা ব্যয়ে চীনের সিএমসি প্রতিষ্ঠানের অর্থায়নে ও অস্ট্রেলিয়ার স্ম্যাক নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে সেতু ভবনে চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে- যার নির্মাণ কাজ শুরু হবে ২০১৭ সালের জানুয়ারিতে।
×